নরসিংদীতে ব্রাক মাইগ্রেশন ফোরামের উদ্যোগে বিদেশ ফেরত প্রবাসীদের নিয়ে সেমিনার। মঙ্গলবার (২৪ মে) বিদেশ ফেরত প্রবাসীদের নিয়ে পুনরেত্রিকরণ সেমিনার করেছে ব্র্যাক মাইগ্রেশন ফোরাম নরসিংদী শাখা। সদর উপজেলা সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মিজানুর রহমান। বক্তব্যে তিনি হ বিদেশ হতে ফেরত অভিবাসীরা তাদের অভিজ্ঞতা ও নানান অসঙ্গতি তুলে ধরেন। এসময় তিনি উপার্জনের জন্য বিদেশ যেতে হলে সঠিক মাধ্যম ও দক্ষ হয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করেন।
বিদেশ ফেরতদের নানান সমস্যা সমাধানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কস ইন বাংলাদেশের কার্যক্রম তুলে ধরা হয় উক্ত সেমিনারে।
সেমিনারের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউসার সুমন। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কফিলউদ্দিন ভুইয়া, সদর মডেল থানার ওসি (তদন্ত) হারুন অর রশীদ, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রাকিবুল হোসেন, নুরুল ইসলামসহ বিভিন্ন সরকারী দফতরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
১ দিন ৯ ঘন্টা ১২ মিনিট আগে
১৯ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
২৯ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে
২৯ দিন ১১ ঘন্টা ১৬ মিনিট আগে
১০২ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে