শ্রমিক সংকটের কারণে একজন দরিদ্র কৃষকের এক বিঘা ক্ষেতের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মীরা।
শনিবার সকালে উপজেলার নোল্লার বিলে কৃষক জবান শেখের এক বিঘা জমির ধান কেটে দেয় নেতাকর্মীরা। মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন স্বেচ্ছাশ্রমে ধানকাটা কর্মসূচিতে।
এই ধান কাটা ও মাড়াই কাজে অংশগ্রহণ করেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম মাহবুবুল হাসান মাহবুব,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন নিপুন, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাওসার শেখ, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ,চক্রধা ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আবেদ হাসান রনিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।
এ সময় তাদের কাজের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি সোহানা আক্তার। এই অর্থসংকটের মধ্যে বিনামূল্যে তারা ধান কেটে দেয়ায় কৃষক জবান শেখ অত্যন্ত খুশি।
১ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
১৯ দিন ৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
২৭ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
২৯ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
২৯ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
১০২ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে