নড়াইলের লোহাগড়ায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা উলামা ও ইমাম পরিষদের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকাল ১১ টার দিকে লোহাগড়া জয়পুর ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মেইন গেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহাতামিম আল নাজাত মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা সাফায়েত হোসেন।
এসময় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা ইমাম ও ওলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, লোহাগড়া মদিনা পাড়া মসজিদের খতিব মাওলানা মো. নুরুল্লাহ, লোহাগড়া শামুকখোলা কওমী মাদ্রাসার ভাইস প্রিন্সিবল মাওলানা আশরাফ হোসেন, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা তৌহিদুর রহমান প্রমখু।
এসময় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহবান জানান।
১২ দিন ৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৫০ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬৭ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৬৭ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭৩ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭৮ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে