নড়াইলে লোহাগড়ায় ২ হাজার ২৮০ পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে ভাটিয়াপাড়া ক্যাম্পের টিম র্যাব-৬।
গত শনিবার দিবাগত গভীর রাতে লোহাগড়া পৌর সভা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ওই দিন রাতেই তাঁদের লোহাগড়া থানায় হস্তান্তর করেন।
আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটকরা হচ্ছে উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর কাজী পাড়ার শহিদুল সরদারের ছেলে রুবেল সরদার (২২) ও বাবুল সরদারের ছেলে শাহিন সরদার (৪৫)।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ভাটিয়াপাড়া ক্যাম্পের টিম র্যাব-৬ এর ওয়ারেন্ট অফিসার বি এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি অভিযানিক দল লোহাগড়া বাজার সংলগ্ন মিলন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এসময় তাঁদের স্বীকারোক্তি মোতাবেক তাঁদের শয়ন কক্ষের তোষকের নিচ থেকে ২ হাজার ২৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
১২ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫০ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৬৭ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৭ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭৩ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৭৮ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে