দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে শেষদিন পর্যন্ত মোট ১২ প্রতিদ্বন্দ্বি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), এনপিপি, বাংলাদেশ আওয়ামী লীগ, তৃণমুল বিএনপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।
ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত সহকারি রির্টারিং কর্মকর্তা ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান এর নিকট মনোনয়নপত্র জমা দেন আ'লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা বাবু এবং বাংলাদেশ তরীকত ফেডারেশন মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহাজাদী আলম লিপি, শোকরানা, ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ, তবিবর রহমান, আব্দুর রহমান, জাসদ মনোনীত প্রার্থী হাসান আকবর আফজল, এনপিপি মনোনীত প্রার্থী ইবনে সাফি বিন হাবীব, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী এনএম আবু জিহাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী নজরুল ইসলাম রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর নিকট মনোনয়ন দাখিল করেন।
মনোনয়নপত্র জমার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলী হোসেন।
১২ ঘন্টা ২০ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে