বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের খেলার সময় সাকিব, মোস্তাফিজ, লিটন আইপিএলে অংশ নিতে পারবেন না। তাদের দেশের হয়ে খেলতে হবে।
এ সিদ্ধান্ত কতটা যৌক্তিক? আয়ারল্যান্ডের মত কম শক্তির অনভিজ্ঞ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সাকিব ও লিটনকেসহ খেলতে হবে কেন? তাদের ছাড়া খেললে কী হবে?
আইপিএল শুধু অনেক বড় ফ্র্যাঞ্চাইজি আসরই নয়, ওপরে ওঠার অনেক বড় মঞ্চ। সেখানে খেললে তিনজনেরই স্কিল ডেভেলপ হবে। তার ওপর চলতি বছর ভারতের মাটিতেই বিশ্বকাপ। তাই সেখানে খেললে সাকিব-লিটন-মোস্তাফিজরা কন্ডিশন সম্পর্কেও ভালো একটা ধারণা পাবেন। তাই তাদের খেলার অনুমতি দেওয়া উচিত বলেই মনে করছেন অনেকে।
এ ব্যাপারে জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুুরুসিংহের ভাবনা কী? তিনি বিষয়টাকে কিভাবে দেখছেন? তা জানতে যারা মুখিয়ে ছিলেন, তাদের জন্য খবর-বাংলাদেশের প্রধান কোচও মনে করেন জাতীয় দলের হয়ে খেলাই অগ্রাধিকার দেওয়া উচিত সাকিব-লিটনদের।
হাথুরু অবশ্য মানছেন, আইপিএল খেললে স্কিল উন্নত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তারপরও তার মনে হয়, জাতীয় দলের হয়ে খেলাটাই আগে।
টাইগাদের হেড কোচ বলেন, ‘সাকিব আর লিটন শুধু নয়, মোস্তাফিজও তো আছে, তাই না? তিনজন খেলোয়াড়। আমি মনে করি, বোর্ডের সিদ্ধান্ত দেশের জন্য আগে খেলা। আর নিলামে নাম তোলার আগে তাদেরকে একই বার্তা দিয়েছে বিসিবি। যে কথা এখনও একই রয়ে গেছে।’
সঙ্গে হাথুরু যোগ করেন, ‘হ্যাঁ, আইপিএলে অংশগ্রহণ করলে তাদের স্কিলের উন্নতি হবে, এটা সত্য। এটা নিয়ে কোনো সন্দেহও নেই আইপিএল টপ ক্লাস টুর্নামেন্ট। কিন্তু নাম্বার ওয়ান প্রায়োরিটি হচ্ছে দেশের জন্য খেলা।’
৪ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৭ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩৮ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৯ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪৩ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
৪৪ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৪ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪৮ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে