ভালোবাসার খুঁনসুটি
গাজী আরিফ মান্নান
তোমাকে ভূলতে পারিনি আজো
ভুলতে পারিনি তোমার সেই পত্রগুলোকেও,
যেখানে থাকতো দু’চোখের অশ্রু দিয়ে লেখা
আবেগের কথা, ভালোলাগার কথা, ভালোবাসার কথা।
কত শত পথ হাতে হাত ধরে হেঁটেছি
ঘুরে বেড়িয়েছি তুমি আমি দু’জনে,
তোমাকে নিয়েইতো শতস্বপ্নের জাল বুনেছি
ভালোবাসার ঘর বেধেঁছি মনের গহিণ কোণে।
তোমার জন্যইতো আমি দিবারাত্রি
অহেতুক রঙ্গিন স্বপ্নে বিভোর,
রাতের আকাশে তারার সাথে খুঁনসুটিতে
মাঝে মাঝে রাত শেষে হয়ে যায় ভোর
১৯ দিন ২ ঘন্টা ২ মিনিট আগে
২৪ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
২৫ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৩০ দিন ৫ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩২ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩৯ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৯ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৪০ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে