বি এম ফয়সাল, কুবি সংবাদদাতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ এর যুগপূর্তি উপলক্ষে মোবাইল অপারেটর প্রতিষ্ঠান এয়ারটেল এবং প্রতিবর্তনের যৌথ উদ্যোগে ‘এয়ারটেল আড্ডা কনসার্ট’ এর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের নীল বাস রাখার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘আফটারম্যাথ’ ও ‘গন্তব্যহীন’ তাদের জনপ্রিয় গান পরিবেশনের করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গানের ব্যান্ড ‘প্লাটফর্ম’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘প্রতিবর্তন’ গান ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
প্রতিবর্তনের সভাপতি উম্মে হাবিবা শান্তা বলেন, "প্রতিবর্তন" এর যুগপূর্তি উপলক্ষে আয়োজিত "এয়ারটেল আড্ডা কনসার্ট "আমাদের সংগঠনের পথচলার এক স্মরণীয় মাইলফলক। এই ১যুগ ধরে ‘প্রতিবর্তন’ তার সাংগঠনিক কার্যক্রম ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ক্যাম্পাসে নতুন মাত্রা যোগ করেছে। আমরা বিশ্বাস করি, গান, নাচ ও সংস্কৃতির চর্চাই তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে পারে। এই কনসার্টের মাধ্যমে আমরা শুধু বিনোদনের পরিবেশ তৈরি করছি না, বরং ক্যাম্পাসে আনন্দ, ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তাও পৌঁছে দিচ্ছি। আমি আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান এয়ারটেল সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন,শিক্ষক, শিক্ষার্থী, উপস্থিত দর্শক এবং আমাদের ক্লাবের সাবেক সদস্য, বর্তমান সদস্য, সকলকে ধন্যবাদ জানাই।"
তিনি আরও বলেন, ‘প্রতিবর্তন’ সামনের দিনগুলোতেও তার সাংস্কৃতিক যাত্রাকে আরও সমৃদ্ধ করবে এবং তরুণ সমাজকে সৃজনশীলতার পথে অনুপ্রাণিত করবে।