হে সুকেশিনী, পরমা সুহাসিনী
জাহিদুল ইসলাম
তুমি ছিলে এক ঘুমন্ত পুষ্প,
স্রষ্টা ভালোবেসে দিয়েছে প্রাণ বাষ্প।
তুমি এসে এই বসুন্ধরায়,
আলো দিবে ছড়ায়,
স্রষ্টার অসীম কৃপায়।
তাই আজ, এই দিনে এসে
দিলে ধরা, এই বসুন্ধরায়।
ঘুমন্ত পুষ্প ফুটিল, প্রকৃতিও হাসিল
আনন্দে শিহরিত, পরিবারে প্রদীপ জ্বলিল।
আদর,যত্নে, স্নেহ, মমতায় বড় হতে লাগিল।।
তুমি নিজ পুষ্পের সৌরভে,
চারদিক সুগন্ধে মাতোয়ারা করিবে।
শূন্য জীবন তোমার রহিনু পড়ি,
ডানদিকে স্থান যদি করিতে পার।
জীবনে অনেক কিছু আসবে আর যাবে,
তুমি স্বর্ণা দিনশেষে স্বর্ণাই থেকে যাবে।
সুপ্ত প্রতিভা যেন গুপ্ত না হয়,
দূষিত সমাজ যেন সুযোগ না পায়।
ছন্দে ছন্দে তোমার ইন্দ্রে ইন্দ্রে,
আমি পৌছাইতে চাই তোমার রন্ধ্রে রন্ধ্রে।
তোমার অনেক দামি সময়,
কথা বলে করেছি অপচয়।।
আমার খুব ইচ্ছে ছিল তোমায় রাখিতে সাজিয়ে
ভাগ্য আমার হলোনা সহায়, এই ইচ্ছে পূরণে
আমি চাই ভুলিয়া যেতে সব সম্পর্কের বন্ধন
যদিও নাই আমার নিকট কোনো ইন্ধন
ছিন্নভিন্ন করতে চাই সকল শৃঙ্খল
আমার সাদা মনে অনেক কাদার স্তুপ ছোড়া
যা শুকোতে প্রয়োজন ধৈর্যের অগ্নিতে পোড়া
আমি চাই অগ্নিতে পুড়িয়ে
নিজ সত্তাকে দগ্ধ করিয়ে
অদৃশ্য সম্পর্কের বন্ধন ভূলে গিয়ে
নিজ নিজ সত্তা নিয়ে একা থাকিতে
আমার প্রতি সেজদায়, প্রতি মোনাজাতে
তুমি সুহাসিনীই দোয়ায় উল্লেখ থাকবে
আজ এই দিনে যেভাবে ছিলে নিষ্পাপ শিশু
ঠিক পৃথিবী যেন তোমায় পায় কল্যাণীয়েসু
এই তুচ্ছতাচ্ছিল্যের জীবন
কখনো নয় আসল জীবন
পরকাল বলে আরেকটি রয়েছে অনন্ত জীবন
এইখানে বন্ধু পাওয়া সহজ হয়তো
কিন্তু পরকালে বন্ধু পাওয়া সহজ নয়তো
নিজেকে গুছিয়ে নাও
পরকালের যাত্রী বানাও
জন্ম যখন নিয়েছো ভবে
মরিতেতো হইবে
তোমার পিতা মাতার প্রতি সম্মান
তাদের উপর হোক সকল মঙ্গল, সকল কল্যান
তোমার মা খুবই ভাগ্যবতী
পেল তোমার মতো আলোরজ্যোতি
আজকের দিনটা হোক স্মরণীয়
পরবর্তী দিনের জন্য হোক বরণীয়
আকাশ হোক ধ্বনিতে মুখোরিত
আমার উচ্চ কলরবে প্রকম্পিত
ভূলে ভরা জীবন আমার
বড়ই বিচিত্রের সমাহার
আমি চাই না দিতে কাউকে
আমার জীবনের কিঞ্চিৎ অংশীদার
ভালোভাবে ভালো থেকো
ভালোভাবে ভালোকাজে নিজেকে রাখিও
শুভ কামনা রইল তার প্রতি
যে নিজেকে নিজেই শান্ত রাখে
শুভ কামনা তার প্রতি
যে নিজেকে এবং সকলকে ভালোবাসে
শুভ কামনা তার প্রতি
যে সকলকে বুঝে চলে
ধ্বংস লেখকের লিখনির প্রতি
প্রায়শ্চিত্ত হোক তার জীবনের ভূলের গতি
ছাই হোক লেখকের মায়া,ভালোবাসা
যেন সে আর করিতে না, পারে বাসা
ধূলিসাৎ হোক লেখকের স্বার্থ
যদিও সে সারাজীবন থাকে ব্যর্থ
সংকীর্ণ হোক লেখকের উদারতা
নয়তো বৃদ্ধি পাক ধৈর্যের অসীমতা
প্রিয় নামের ফুলকিতে
খুকি নামের ডাক দিয়ে
পিচ্চি নাম স্মরণে রেখে
আজকের এই শুভ দিনে
ফুলকির আগুনে পুড়িয়ে
বিশুদ্ধতার বাণী মুখে নিয়ে
৪ঠা এপ্রিল বাৎসরিক দিন
স্মরনীয় হোক
পরবর্তী জন্মদিন।।
৩ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
২২ দিন ১২ ঘন্টা ২৬ মিনিট আগে
৪৪ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৪৭ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
৫০ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫২ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে