জয়পুরহাটের আক্কেলপুরে ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) রাত ৩টা থেকে ৫টার মধ্যে উপজেলার মেসার্স আক্কেলপুর ফিলিং স্টেশন চত্বর থেকে মেসার্স রেখা এন্টারপ্রাইজের ট্রাকটি (ঢাকা মেট্রো ট-২২-৯৪৭৯) চুরি হয়।
জানা গেছে, ট্রাকের চালক মো. হাসান আলী সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ট্রাক পরিষ্কার করার পর স্টেশন প্রাঙ্গণে রেখে যান। পরদিন সকালে মালিক মো. মশিউর রহমান ট্রাকটি না পেয়ে বিষয়টি আক্কেলপুর থানা পুলিশকে অবগত করেন। বর্তমানে এ বিষয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলছে।
এদিকে, ফিলিং স্টেশনের সিসি ক্যামেরা অচল থাকায় কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা ফিলিং স্টেশন ঘিরে রাখে। ফলে বর্তমানে ওই ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে।।