ঈশ্বরগঞ্জে ৫৬ বোতল বিদেশী মদসহ আটক ১ রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের হানা: চিকিৎসক অনুপস্থিতি ও খাবারে চরম অনিয়ম উদঘাটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য রওশন জামিলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে মানববন্ধন লালপুরে স্কুলে গাঁজা বিক্রি করতে এসে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চিলমারীতে ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন বোতল মাহফুজ, বোতল মাহফুজ স্লোগানে উত্তাল কাকরাইল মোড় শেরপুর জেলার উন্নয়নে ৫ দফা দাবিতে প্রেসক্লাবের নাগরিক মানববন্ধন নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় মাদকদ্রব্য সেবন ও বিক্রির দায়ে ছয় জনের জেল-জরিমানা জুন থেকে গাছ লাগানো শুরু হবে: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা শান্তিগঞ্জে দুই আসামী গ্রেফতার কালিগঞ্জে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন জামায়াত কর্মী মানেই সমাজকর্মী : পীরগাছায় এটিএম আযম খান শার্শায় বাজারজাতকরনের সময়ের আগেই পেঁকে ঝরে যাচ্ছে হিমসাগর আম,বিপাকে চাষী গলাচিপায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৌলভীবাজার সীমান্তে আরও ৪৪ জনকে পুশইন করলো বিএসএফ অতীতের দিকে তাকিয়ে দেখেন সংস্কারের দলই হচ্ছে বিএনপি’-ডা: জাহিদ হোসেন লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নেশা শুধু টাকা ,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি।

বোতল মাহফুজ, বোতল মাহফুজ স্লোগানে উত্তাল কাকরাইল মোড়


জবি প্রতিনিধি, 

"বোতল মাফহুজ, বোতল মাহফুজ স্লোগনে উত্তাল  কাকরাইল মোড়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দফা দাবি নিয়ে নিয়ে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচিতে এসব স্লোগান দিচ্ছেন তারা।

আজ বৃহস্পতিবার  টানা দুই দিনের আন্দোলনে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। তবে গতকাল উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের পরই শিক্ষার্থীরা এই স্লোগান দেন।


এসময় শিক্ষার্থীরা কতগুলো বোতল নিয়ে মিছিল করতে থাকে। এবং একে ওপরের মাথায় ছুড়ে মারে প্রতীকী প্রতিবাদ হিসেবে। এসময় শিক্ষার্থীরা বোতল বোতল মাহফুজ, বোতল মাহফুজ স্লোগান দিতে থাকেন।


এসময় শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ার সেল, জলকামান, সাউন্ড গ্রেনেড এবল লাটি চার্জ করেছে। এটার থেকে ঢাবির নেতাদের কাছে মাহফুজ আলমের ওপর নিক্ষেপ করা বোতলের বিষয় অনেক বড় ব্যাপার হয়ে গেছে। আমাদের শিক্ষকদের ওপর হওয়া হামলাকেও তুচ্ছ করছে ঢাবির নেতারা।


এর আগে, গতকাল বুধবার রাত পৌনে ১০ টার দিকে লং মার্চের কর্মসূচিতে সাংবাদিকদের সাথে ব্রিফিং করার সময় মাহফুজ আলম এর উপর বোতল নিক্ষেপ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা ভুয়া ভুয়া বলে স্লোগানও দেন। 


এ বিষয়ে মাহফুজ আলম বলেন একটা নির্দিষ্ট গোষ্ঠী যাদেরকে আমি স্যাবোট্যুর মনে করি তারা এই কাজটি ঘটিয়েছে। এবং তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন স্যাবোটাইজ করে। 


শিক্ষার্থীদের চার দফা দাবি হলো-

আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশদের বিচারেী আওতায় নিতে হবে।


Tag
আরও খবর