ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করতে আগ্রহী : প্রধান উপদেষ্টাকে মাত্তেও ফের বাড়ল সোনার দাম, কাল থেকেই কার্যকর উর্দু ভাষায় পাকিস্তান মাতাবে সিয়ামের ‘জংলি’, চলছে ডাবিং কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা

একজন সাদ বিন কাদের চৌধুরী ও বর্তমান ছাত্র রাজনীতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-12-2022 03:38:04 am


◾ মো. জাহানুর ইসলাম 


২০১৯ সালের এপ্রিল মাস। হঠাৎ করে জানতে পারি ডিপার্টমেন্টের ছোট বোন বিনিতা রাণী রায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। দিনদিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। জরুরি ভিত্তিতে চিকিৎসা দরকার। দুর্ভাগ্যজনকভাবে তার নিম্নবিত্ত পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা খুব কঠিন হয়ে পড়ছিল। একপর্যায়ে গিয়ে তার পরিবার একরকম নিঃস্ব হয়ে পড়ে। তবুও বিনিতা বাঁচতে চায়। সে সমাজের সকলের কাছে বাঁচার আকুতি জানায়। আমরা নিজেদের জায়গা থেকে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিই। কিন্তু অল্পজনের দশ পাঁচ টাকা দিয়ে খুব একটা বড় ফান্ড জোগাড় করা সম্ভব হচ্ছিল না। বিনিতার বন্ধুরা ছিল নাছোড়বান্দা। তাদের কথা একটাই যেভাবে হোক বিনিতাকে বাঁচাতে হবে। ঠিক সে সময়টায় দেবদূতের মতো দৃশ্যপটে হাজির হোন ছাত্রনেতা সাদ বিন কাদের চৌধুরী। সাদ বিন কাদেরের সাথে আমার তেমন পরিচয় ছিল না, ফলে উনার সম্পর্কে আমার জানাশোনা ছিল না বললেই চলে। ছাত্রনেতা পরিচয় পেয়ে ভাবছিলাম উনিও হয়ত অন্যান্যদের মতোই হবেন। কিন্তু না, তিনি আমাকে ভুল প্রমাণ করে কালক্ষেপণ না করে বিনা স্বার্থে মানবতার কল্যাণে সাড়া দিয়ে বিনিতার জন্য ফান্ড সংগ্রহে নেমে পড়েন। বিনিতার বন্ধুদের সাথে নিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন অলিগলি ঘুরে ঘুরে মাত্র ৩/৪ দিনের মধ্যে লক্ষাধিক টাকা সংগ্রহ করেন। শুধু টাকা সংগ্রহ করেই ক্ষ্যান্ত হননি তিনি, বিনিতার সঠিক চিকিৎসা নিশ্চিত করতে দেশের ডাক্তারদের পরামর্শে তাকে ভারতে পাঠানোর বন্দোবস্ত করতেও অগ্রণী ভূমিকা পালন করেন। সবকিছু ঠিকঠাক। কয়েকদিনের মধ্যেই চিকিৎসার জন্য বিনিতাকে ভারতে পাঠানো হবে। সবকিছু নিজ হাতে দেখভাল করতে তিনি ঢাকা থেকে ছুটে যান বিনিতার পঞ্চগড়ের বাড়ীতে। যদিও তিনি পৌঁছানোর দুই আড়াই ঘণ্টা আগেই বিনিতা না ফেরার দেশে চলে যান। মৃত্যু সংবাদ শুনে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তার অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি তার রক্তের আপনজন কাউকে চিরতরে হারিয়ে ফেলেছেন। পরে নিজেকে সামলে নিয়ে তিনি বিনিতার পরিবারকে সমবেদনা জানান এবং তাদের পাশে দাঁড়ান। তিনি যে শুধু বিনিতা রাণীর জন্য এতো কিছু করেছেন তা কিন্তু নয়, তিনি বিনিতার মতো একাধিক মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কেবল নিজের দায়িত্ববোধের জায়গা থেকে। বর্তমান ছাত্রনেতার মধ্যে এমন বৈশিষ্ট্য খুব কমজনের মধ্যেই দেখা যায়।


সাদ বিন কাদের চৌধুরী যে কতটা মানবহিতৈষী ছাত্রনেতা তার সবচেয়ে বড় প্রমাণ মেলে করোনাকালীন মহা দুর্যোগের সময়। মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাই যখন ঘরবন্দী ছিল, একান্ত প্রয়োজন ছাড়া কেউ যখন বাসা থেকে বের হতো না, ঠিক সে সময়টায় তিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। সে সময়টায় বিভিন্ন সংবাদমাধ্যমে এমনো খবর বের হয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণে মারা যাওয়া ব্যক্তিকে তার স্ত্রী সন্তানেরা গ্রহণে আগ্রহী নয়, এমনকি করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে অংশ নিত না লাশের সৎকারেও। ঠিক সেই সময়টায় সাদ বিন কাদের চৌধুরী দেশমাতৃকার জন্য জাতীয় স্বার্থে নিজেকে বিলিয়ে দিয়েছেন। সেই কঠিন সময়ে করোনায় আক্রান্ত হয়ে কিংবা অন্য কোনো কারণে যারাই শ্বাসকষ্টে ভুগছিলেন তাদের কাছে বিনামূল্যে পৌঁছিয়ে দিতেন জয় বাংলা অক্সিজেন সেবা। তিনি এভাবে কতজনকে সাহায্য করেছেন তা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে সংখ্যাটা যে ১০ হাজারেরও অনেক বেশি হবে তা কোনো প্রকার যোগ বিয়োগ করা ছাড়াই বলা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন ও জাতীয় সংসদ অধিবেশনে জয় বাংলা অক্সিজেন সেবার প্রশংসা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনেও এ উদ্যোগের জন্য ধন্যবাদ প্রস্তাব পাস করেন সিনেট সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। জাতীয় সংসদ অধিবেশন ও বিভিন্ন আলোচনায় স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। 


বর্তমান ছাত্ররাজনীতি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। পত্র-পত্রিকার পাতা কিংবা টিভি চ্যানেল খুললেই বর্তমানে ছাত্ররাজনীতি নিয়ে তেমন ভালো খবর শোনা যায় না। বেশিরভাগ সংবাদ শুনলে মনে হয় একসময় যে ছাত্ররাজনীতি দেশের মানুষের কল্যাণে কাজ করতো, সেই ছাত্ররাজনীতি এখন আর নেই। প্রায় সবাই রাজনীতিকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত। ব্যতিক্রম যে একেবারে নেই তা কিন্তু নয়। সাদ বিন কাদের চৌধুরীর মতো ব্যতিক্রমী ছাত্রনেতাদের জন্যই এখনো দেশ টিকে আছে বলে মনে করি। তবে তারা সংখ্যায় খুবই কম।




একটা সময় ছিল যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধীরেন্দ্রনাথ দত্ত, তাজউদ্দীন আহমদ, তোফায়েল আহমেদসহ অনেক জ্ঞানীগুণীরা ছাত্ররাজনীতি করতেন। তারা ছাত্ররাজনীতি করতেন শুধু দেশমাতৃকার জন্য। দেশের প্রয়োজনে মানুষের পক্ষে কথা বলতে একটুও ভয় পেতেন না। অনেক সময় নিজেদের ক্ষতি জেনেও অন্যের জন্য, সত্যের জন্য কাজ করেছেন দিন রাত। সে সময় দেশের মানুষের কাছে ছাত্রনেতারা ছিল বিপদাপদে শেষ ভরসার জায়গা, ন্যায় বিচার প্রাপ্তির শেষ আশ্রয়স্থল। বর্তমান সময়ে এমন ছাত্রনেতার বড়ই অভাব। বিষয়টি ছাত্ররাজনীতির জন্য খুবই খারাপ দিক।


ইতিহাস ঘাটলে দেখা যায়, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের নানান সংকটময় মুহূর্তে ছাত্রনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আন্দোলন সফল করতে নিজের তাজা রক্তও বিলিয়ে দিতে কার্পণ্য করেনি ছাত্ররা। রাজনীতি বিশেষজ্ঞদের মতে, ছাত্ররা অকুতোভয় সৈনিকের মতো ভূমিকা পালন করেছিল বলেই প্রায় প্রতিটি আন্দোলন দ্রুতই সফলতার মুখ দেখেছিল। বর্তমান তরুণ প্রজন্ম এসব আন্দোলনে ছাত্ররাজনীতির ভূমিকা স্বচোখে অবলোকন করতে না পারলেও এক এগারোর সময় তা দেখার সুযোগ পেয়েছিল। সত্যিকার অর্থেই ছাত্ররাজনীতি দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোর গতিপ্রকৃতি বিশ্লেষণ করলে তা সহজেই চোখে পড়ে। 


দেশের বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আগেই ঘোষণা দিয়েছেন সামনের বছর কঠিন দিন আসছে। কঠিন দিন মোকাবিলা করার জন্য দেশের জনগণকে আগাম প্রস্তুতির তাগিদও দিয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী একজন বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি তাঁর বাস্তব অভিজ্ঞতা থেকে জানেন আগে থেকে সঠিক পরিকল্পনা থাকলে যত কঠিন সমস্যাই আসুক না কেন তা সহজেই মোকাবিলা করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।আমরা মনে করি ২০২৩ সালের সম্ভাব্য আসন্ন সংকট মোকাবিলায় ছাত্ররাজনীতিও খুবই গুরুত্বপূর্ণ পালন করতে পারে। এজন্য দরকার হবে সাদ বিন কাদের চৌধুরী মতো বিচক্ষণ অকুতোভয় দুঃসাহসিক সৃজনশীল মানবহিতৈষী কিছু ছাত্রনেতা। যারা দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিতে বিন্দু পরিমাণ কুন্ঠাবোধ করবেন না। দেশের আনাচকানাচে সাদ বিন কাদের চৌধুরীর মতো যত ছাত্রনেতা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে কাজে লাগানোর এখনই উপযুক্ত সময় বলে মনে করি। 



লেখক :

কলাম লেখক ও প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম


আরও খবর
deshchitro-6801d6dae401c-180425103642.webp
Take early steps to resolve waterlogging in Dhaka

১৮ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে




deshchitro-67f32034a3e9c-070425064540.webp
সড়কে মৃত্যুর মিছিল বন্ধ হোক

২৯ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে


67f00c4be906d-040425104355.webp
অবহেলার পাত্র নাকি সভ্যতার স্থপতি?

৩১ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে



67e68cb231674-280325054906.webp
ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বার্তা

৩৮ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে