বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর অংশগ্রহণ ও উপস্থাপনায় ঝিনাইদহের শৈলকুপায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দুদিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
২৮ এপ্রিল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস এর সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ। প্রযুক্তি উপস্থাপন করেন বিসিএস আই আর এর অপর সায়েন্টিফিক অফিসার তানভীর আহমেদ। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীনসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্কুল, কলেজের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন । উদ্বোধন শেষে অতিথিবৃন্দ প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি উপস্থাপন করেন।