নতুন বাজেটে বাস্তবভিত্তিক এডিপি গ্রহণ করা হবে: ড. সালেহউদ্দিন আহমেদ এনবিআর বিলুপ্তির কারণ জানাল সরকার নলছিটিতে খালের পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস জয়পুরহাটে ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসল নষ্টের কাঙ্খিত ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ, ব্যবস্থা নেওয়া হয়নি ইটভাটার বিরুদ্ধে শৈলকুপায় যৌথ বাহিনীর অভিযানে ১০০ লিটার বাংলা মদ ধ্বংস গোয়ালন্দে কৃষান-কৃষানীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস” আদমদীঘিতে গৃহবধূ রহস্যজনক নিখোঁজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে আন্দোলনরত শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে পরীক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষামূলক লিফলেট বিতরণ কুলিয়ারচরে আম পাড়াকে কেন্দ্র করে এক নারী নিহত, আহত ৩ ববি শিক্ষার্থীদের অনশন ১২ ঘণ্টায়ও প্রশাসনের কাছ থেকে আশ্বাসের অভাব একক_সংঘ ক্লাবের সভাপতি হলেন বিশিষ্ট রাজনীতিবিদ, ও ক্রীড়া সংগঠক সাইদুর রহমান বাচ্চু জামায়াতের নিবন্ধন বাতিল নিয়ে যে প্রশ্ন প্রধান বিচারপতির লালপুরে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে বিদেশী ফল আঙুর এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা আদমদীঘিতে মাদক ব্যবসায়ী মিনু দম্পতিকে গ্রেপ্তারের দাবিতে পোস্টারিং মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান

বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরের রাস্তা উন্নয়নের প্রতিশ্রুতি, দুই যুগেও বাস্তবায়ন হয়নি:বেড়েই চলেছে ভোগান্তি।

আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিব ও কালি মন্দির রাস্তা উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় জনসাধারণের ভোগান্তি বেড়েই চলেছে। এনিয়ে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।বুধহাটা বাজারের পাশে বসবাস করে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। বুধহাটা গনেশ ঘোষ এর বাড়ী হয়ে মন্দিরের রাস্তা, চারা বট তলা দিয়ে বাজার রাস্তা, বকুল তলা থেকে মন্দির ও তহশীল অফিসে যাতয়াত করার রাস্তা, হরিদাস দেবনাথের বাড়ী হয়ে বাজারের রাস্তা যুগ যুগ ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। কিন্তু অজ্ঞাত কারনে সংস্কারের ব্যবস্থা করা হয়নি। রাস্তা দিয়ে বুধহাটা বি বি এম কলেজিয়েট স্কুল, এবিসি কেজি স্কুল, বুধহাটা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বুধহাটা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ বুধহাটা, নওয়াপাড়া, শ্বেতপুর, বেউলা, মহেশ্বরকাটি, চাপড়া, পাইথালী, চিলেডাঙ্গা, হাবাসপুর, জোড়দিয়া সহ বিভিন্ন গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। প্রতিদিন স্কুল, অফিস, বাসা বাড়ি, হাট বাজারে যাতয়াতের পাশাপাশি ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির, বুধহাটা ইউনিয়ন ভূমি অফিস, বুধহাটা কাছারী পাড়া মন্দির, বুধহাটা সুবর্ণ বণিক পাড়া পূজা মন্দির, রিশিল্পীসহ বিভিন্ন এনজিওতে যাতয়াত করার জন্য রাস্তা গুলো খুবই প্রয়োজনীয় সড়ক। উন্নয়নের ক্ষেত্রে সড়কটি অবহেলিত রয়ে গেছে। এলাকাবাসি এই রাস্তা সংস্কারের জন্য চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও এমপি সহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেছেন অনেকবার। পত্রপত্রিকায়ও রিপোর্ট হয়েছে অনেকবার। কিন্তু উন্নয়নের কাজ তেমন কিছু হয়নি। অপরদিকে রাস্তা দখল করে অবৈধ ভাবে দোকান, মিলকল কারখানা, বসতি স্থাপিত হলেও উচ্ছেদের ব্যাপারে প্রশাসনের কোন নজরদারি নেই। সব চেয়ে অসুবিধা হচ্ছে বসত বাড়ির পয়ঃনিষ্কাশনের ময়লা রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে প্রতিনিয়িত। ফলে মারাত্মক ভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সৃষ্টি হচ্ছে মশা ও এডিস মশার লার্ভা। এছাড়া সড়কের উপর যানবাহন রেখে মালামাল লোড-আনলোড করায় যানবাহন ও পথচারীদের চলাচল খুবই সমস্যা গচ্ছে। এলাকার অনেকে জানান, এলাকার পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই রাস্তায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা ও কর্তৃপক্ষের অবহেলা আর উদাসিনতার কারনে শত শত মানুষ জলাবদ্ধতার মধ্যে দিয়ে যাতয়াতের কারনে অতিষ্ট হয়ে উঠেছে। জলাবদ্ধতার ও রাস্তার মধ্যে অসংখ্য গর্তের কারনে ছোট খাট দুর্ঘটনা লেগে আছে। এব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী তপন দাস  বলেন, বেশ কয়েক বছর হল রাস্তা সংস্কার করা হয়না। রাস্তাটির বেহাল অবস্থার কারণে আমাদের যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন ১৫-২০টি গ্রামের মানুষের যাতয়াতের রাস্তা। বুধহাটা দ্বাদশ শিবকালী মন্দিরের পুরোহিত বিকাশ ব্যানার্জী বলেন, রাস্তার জন্য বিভিন্ন দপ্তরে চেষ্টা চালিয়ে এখনো কোন ফল পাইনি। এলাকাবাসিকে সাথে নিয়ে কোন ভাবে যাতয়াতের জন্য আমরা কয়েকবার সংস্কার করেছি। তারপরও বর্তমানে উন্নয়নের যুগে আমাদের মন্দির, বাজার ও তহশীল অফিসে যাওয়াতের রাস্তাটির উন্নয়ন হলো না।এটাই সবচেয়ে বড় দুঃখ।

Tag
আরও খবর