পীরগাছায় মাটি বহনকারী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চার বছরের শিশু নিহত মাওলানা রইস উদ্দিন হতাকাণ্ডের বিচার ও ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন তুহিনের মুক্তির দাবিতে ডোমারে তাঁতী দলের বিক্ষোভ ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত "পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসা"। চোরাই ১২ টি রেল লাইনের পাতের খুঁটির ৬টি ফেরৎ দিলেও বাকীগুলো উদ্ধারের চেষ্টা নেই ★ প্রশাসন চুরি ও উদ্ধার ঘটনাই জানেন না ★ খুঁটি উঠানো ও চোরাই পথে বিক্রয়ের নায়ক মইজুদ্দীন ধরা ছোঁয়ার বাইরে কথা বলতে পারাটা, অধিকার আদায়ের প্রথম ধাপ : পীরগাছায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ডোমারে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে গ্রেপ্তার-১ জবির দুই হলের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে:- উপাচার্য লালপুরে বিশ্ব গণমাধ্যম দিবস পালন জাতীয় ঐকমত্য কমিশন কারও প্রতিপক্ষ নয়: ড. আলী রীয়াজ সুধীজনদের সাথে মত মতবিনিময় সভা করলেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আজ বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পুরস্কার মিলবে সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ জমা দিলে টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল জয়পুরহাটে নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ভিসির তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী পরিদর্শন সুন্দরবনে হরিণ শিকারের ৬ বস্তা ফাঁদ, বরফসহ ট্রলার জব্দ ঝিনাইদহের কালীগঞ্জে মাটি চাপায় পড়ে বাড়ীয়ালার মৃত্যু বরিশালে সাংবাদিক নির্যাতন-চাকরিচ্যুত প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

সিরিজ জয় নিশ্চিত করতে চায় ভারত, সমতা জিম্বাবুয়ের

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 12-07-2024 08:04:34 am

প্রথম তিন ম্যাচ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বিশ^ চ্যাম্পিয়ন ভারত। আগামীকাল চতুর্থ লড়াইয়ে জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় সফরকারী টিম ইন্ডিয়া। অন্যদিকে, জয় দিয়ে শুরুর পর পিছিয়ে পড়লেও, সিরিজে টিকে থাকতে মরিয়া স্বাগতিক জিম্বাবুয়ে। কালকের ম্যাচে যেকোন মূল্যে জয় চায় স্বাগতিকরা। হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

টি-টোয়েন্টি বিশ^কাপ শিরোপা জয়ের এক সপ্তাহের ব্যবধানে দ্বিপাক্ষীক সিরিজ থাকার কারনে দ্বিতীয় সারির দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেই হারের লজ্জায় পড়ে ভারত। সিরিজের প্রথম ম্যাচেই ১৩ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে পরের দুই ম্যাচে নিজেদের সেরা রূপে ফিরে আসে ভারত। দ্বিতীয় ম্যাচে ১০০ রানে ও তৃতীয় ম্যাচে ২৩ রানের জয় পায় টিম ইন্ডিয়া।

প্রথম দুই ম্যাচে বিশ^কাপ জয়ী দলের খেলোয়াড়দের ছাড়াই খেলতে হয়েছে ভারতকে। তৃতীয় ম্যাচের আগে দলের সাথে যুক্ত হয়ে একাদশে সুযোগ পান যশস্বী জয়সওয়াল, শিবম দুবে এবং সঞ্জু স্যামসন। এদের মধ্যে বিশ^কাপ দলে থাকলেও, কোন ম্যাচ খেলার সুযোগ পাননি জয়সওয়াল ও স্যামসন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে ২ উইকেটে ২৩৪ রান করলেও, তৃতীয়টিতে অধিনায়ক শুভমান গিলের হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৮৪ রান করে ভারত। গিল ৪৯ বলে ৬৬ রান করেন। জবাবে ৬ উইকেটে ১৫৯ রান করে ম্যাচ হারে জিম্বাবুয়ে। বোলিংয়ে ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।

সিরিজের শুরুতে পিছিয়ে পড়েও, ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ায় খুশি গিল। চতুর্থ ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চান তিনি, ‘আমরা সিরিজ জয় নিশ্চিত করার দ্বারপ্রান্তে। জয়ের ধারায় থেকে চতুর্থ ম্যাচে জিততে হবে আমাদের। এজন্য শেষ দুই ম্যাচের মত ভালো ক্রিকেট খেলতে হবে। জিম্বাবুয়ে ঘুড়ে দাঁড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে। চতুর্থ ম্যাচে বেশ লড়াই হবে। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’

সিরিজের টিকে থাকতে, চতুর্থ ম্যাচে জয়ের বিকল্প নেই জিম্বাবুয়ের। কিন্তু জয়ের জন্য ব্যাটার-বোলারদের একত্রে জ¦লে উঠার প্রত্যাশায় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার, ‘আমাদের সামনে সিরিজ হারের শঙ্কা। সিরিজে টিকে থাকতে হলে, জয়ের বিকল্প নেই। এজন্য ব্যাটার-বোলারদের একত্রে সেরা ক্রিকেট খেলতে হবে। শেষ দুই ম্যাচে আমরা কোন বিভাগেই ভালো খেলেনি। আশা করছি, সতীর্থরা নিজেদের সেরাটা উজার করে দিবে।’

ভারত দল : শুভমান গিল (অধিনায়ক), ঋুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শার্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন।

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, তেন্ডাই চাতারা, লুক জঙ্গি, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, টাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রান্ডন মাভুটা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, আন্তুম নাকভি, রিচার্ড এনগারাভা ও মিল্টন শুম্বা।

আরও খবর