তানজিম-তাসকিনের দারুণ বোলিংয়ে ব্যাট হাতে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। সবশেষ স্টাবসকে ফেরালেন তানজিম সাকিব। এর আগে তাসকিনের শিকার অধিনায়ক মার্করাম।
এর আগে তানজিমের শিকার হন হেনড্রিকস আর ডি কক। বল নিচু হলো। ডি কক মিস করলেন। তানজিম এরপর লাইন আর লেংথ দুটিতেই গড়বড় করে দিলেন ওয়াইড। লাইন আর লেংথ দুটিই পারফেক্ট হলো এরপর।পড়ার পর একটু ভেতরে ঢুকেছিল বলটি, ডি কক পুল করতে গিয়ে মিস করেছেন একেবারে, হারিয়েছেন স্টাম্প। তানজিম সফল আবার। দুই ওপেনারই তার শিকার। ১৯ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, ডি কক থেমেছেন ১১ বলে ১৮ রান করে।
দক্ষিণ আফ্রিকার স্কোর ৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৪ রান।
এর আগে হেনড্রিকস এলবিডব্লু। সিম আপ ডেলিভারি মিস করে গেছেন একেবারে, আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ তুলেছেন আঙুল। নিউইয়র্কে গর্জন করে উঠল যেন তাতে, মানে নাসাউ কাউন্টিতে বাংলাদেশি সমর্থকদের উল্লাস ছিল এমনই জোরাল। যে ওভারের প্রথম ৩ বলে ১০ রান দিয়েছিলেন তানজিম, সেটিই শেষ করলেন প্রথম ব্রেকথ্রু দিয়ে।
২ দিন ২২ ঘন্টা ৭ মিনিট আগে
১৬ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
৩৬ দিন ২০ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৭ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
৪১ দিন ১৭ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪২ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
৪২ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৬ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে