ঘাসের ডগায় শিশির বিন্দু
রোদ্র গায়ে মেখে,
শরৎটাকে বিদায় দিয়ে
ধরা নতুন রঙ মাখে।
ধানের জমি হলুদ শাড়ি
সবুজ তাহার পাড়,
সূর্যটাও বেশ সেজেছে
হেমন্তের বাকি নেই আর।
সবুজ পাতা খাম হয়ে
হেমন্ত এসেছে।
কোন পাহাড়ের মধ্য হতে
হেমন্ত এসেছে?
আনল ডেকে কুয়াশাকে
আনল ডেকে শীতল হাওয়া,
পুব গগণে সূর্যটা আজ
দিচ্ছে দেখো মিস্টি তাওয়া।
শিউলিতলা ভরে আছে
শিউলি ফুলের গন্ধে,
হলুদ-গাদাঁ লিখছে চিঠি
হেমন্ত আসার আনন্দে।
আফরিনা সুলতানা ঈশিতা
আগলা, নবাবগঞ্জ, ঢাকা।
৯ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
১৬ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
২১ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
২২ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
২২ দিন ১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
২৫ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে