/ শিল্প ও সাহিত্য
আবদুল করিম'র কবিতা

পূর্ণতা আসবে যেদিন
আবদুল করিম মোল্লা
পূর্ণতা আসবে যেদিন,
অশ্রুেভেজা চোখ কান্নায় ছলছল করবে সেদিন।
কবে আসবে তুমি অপূর্ণতা,
তোমাকে পেয়ে কেটে যাবে হাজারো দুঃখ দীনতা।
তোমার অপেক্ষায় কত ক্ষণ চলে যায়,
বুকে বড় আশা, প্রতিক্ষিত সেদিনের পরিপূর্ণতায়।
শত সহস্র স্বপ্ন আজ অপূর্ণ, আসবে বলে তুমি,
অশ্রুজলে লিখি কাব্য, নিত্য নতুন স্বপ্নে বিভোর আমি।
অজানা স্বপ্নের দিকে চলছি, নেই কোনো আস্তানা,
পূর্ণ হবে যেদিন অপূর্ণতা, সেদিন পাবো খুঁজে ঠিকানা।
অপূর্ণতা তুমি আসবে যেদিন, আজো তাকিয়ে আছি ছলছল নয়নে,
রং তুলিতে আঁকছি কত ছবি, তোমাকে ঠাই দিবো বলে এ মনে।
নিরবে নিভৃতে কত পথ হেঁটেছি,
হন্যে হয়ে তোমায় কত খুঁজেছি।
তবু পাইনি তোমায়, ওগো,পূর্নতা,
তুমি আসবে বলে,কাটেনি এখনো হীনতা।
হঠাৎ কোনো একসময়ে আসবে তুমি,
সবুজ শ্যামল ধরায় থাকবো না যেদিন আমি।
হঠাৎ চলে যাবো গন্তব্যহীন এ-ই পৃথিবী ছেড়ে,
পূর্ণ হবে সেদিন, সকল অপূর্ণতা, হাজারো স্মৃতি তৈরি হবে আমায় ঘিরে।
নানান মুখে নানা কথা, বলবে সেদিন,
পূর্নতা তুমি আসবে যেদিন।
স্বপ্ন সকল চলে যাবে আমার সাথে,
স্মৃতি সব রয়ে যাবে, এ ধরাতে।
জীবনের ঘোরে, রাতের অন্ধকারে,
জীবন স্মৃতি ভাসবে, পৃথিবী মাঝারে।
পূর্ণতা তুমি আসবে যেদিন,
আশায় নিয়ে চলে যাবো সেদিন।
পূর্ণতা তুমি অাসবে বলে,
জীবনের বরফ খন্ড শেষ গলে।
সেদিন আর হলো না দেখা, নতুন জীবনটারে,
অন্ধকারে, নিরবে, নিভৃতে, বসে আছি পরপারে।
লেখক:আব্দুল করিম
ইংরেজি বিভাগ
ঢাকা কলেজ, ঢাকা
Tag
Comments (1)
Comments
Sharmin Akter, Gazipur 07-04-2021 02:14:39
Masallah onek valo likcho, ami to jantam na tumi kobita likte paro jante pere onek valo lagce. Best of luck.