বরিশালের বানারীপাড়ায় চার তলা ভীত বিশিষ্ট দ্বিতল মার্কেটে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি শাহে আলম।
২৪ আগষ্ট বৃহস্পতিবার সকালে বানারীপাড়া বন্দর বাজারে ৩ কোটি ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা চুক্তিমূল্যে চারতলা ভীত বিশিষ্ট দ্বিতল মার্কেট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বরিশাল-০২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি। যার টিকাদার মেসার্স আমির কনস্ট্রাকশন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, বানারীপাড়া পৌরসভার মেয়র ও বরিশাল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, বানারীপাড়া উপজেলা পরিষদের সুযোগ্য ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ড, ঠিকাদার আমির হোসেন সহ সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় জনতা।