◾তামিম হোসেন : আমাদের সমাজে বর্তমানে যৌতুক দেওয়ার প্রচল দিন দিন বেড়েই চলছে। ইসলাম যৌতুককে হারাম করার পরেও মানুষ যৌতুক নিচ্ছে। দেন মোহর না দিয়ে পুত্রের বাপ যৌতুক দাবি করে কন্যার বাপের কাছ থেকে। যার ফলে কন্যার বাপের মেয়ে বিয়ে দেওয়ার জন্য থাকে বাড়তি চিন্তা।
ভালো সম্বোধনের জন্য যৌতুক জোগাড় করার জন্য মরিয়া হয়ে উঠেন। ফলে যৌতুক দেওয়ার চিন্তায় অনেক বাবার রাতের ঘুম হারাম হয়ে যায়। অনেকের জমি বিক্রি করে যৌতুক দিতে হয়। অনেকে ধার করে বা সুদের উপর টাকা এনে যৌতুক দিয়ে থাকেন। যার ফলে ঋণের বোঝা মাথায় চাপে।
আবার অনেক স্বামী স্ত্রীকে মারধর করে যৌতুক এর টাকা পুরো পুরি না পেলে। যার ফলে দিন দিন স্বামীর আদর তো দূরের কথা শশুর শাশুড়ীর আদর ও তেমন একটা পায় না। দিন দিন নির্যাতনের স্বীকার হতে হয়। তাই যে বিয়েতে যৌতুক দেওয়া নেওয়া দেখা যায় হয় সেটাকে বন্ধ করতে হবে না হয় প্রশাসন এর লোক দিয়ে বন্ধ করতে হবে। তাই আসুন আমরা যৌতুককে না বলি, যৌতুক মুক্ত সমাজ, দেশ গড়ি।
তামিম হোসেন
শিক্ষার্থী, ঢাকা কলেজ
১৮ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৪ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৯ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
৩১ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
৩৮ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৮ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৯ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে