মোরা অশান্তির ওই কারাগারে
আর কত হব নির্যাতন,
ঘুমন্ত বিবেকটা জাগিয়ে তোলে
হও সবে একটু সচেতন।
সমাজটা আজ বদলে গেছে
বেপরোয়া হয়েছে মানুষ,
মানবতা আজ হারিয়ে গেছে
হিংসার ললাটে ফানুস।
যেথায় সেথায় আজ রক্তপাত
মায়া মমতা গেছে ওঠে,
জ্ঞানহীন রক্ত পিপাসু উম্মাদ
সমাজের সুখ শান্তি লুটে।
প্রতিনিয়ত যেন বাড়ছে আতংক
চলছে অশান্তির ধ্বংসস্তূপ,
ন্যায় বিচারের বাণী নাই আজ
সুশীল সমাজ যেন নিশ্চুপ।
অযোগ্যরা আজ যোগ্য দাবি করে
চড়ে বসে ক্ষমতার চেয়ারে,
অল্প শিক্ষা যে কতটা ভয়ংকর
গিয়ে দেখো হায়েনার দুয়ারে।
গোলাপ মাহমুদ সৌরভ
কবি ও ছড়াকার,
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
১০ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৭ দিন ৪ ঘন্টা ৪২ মিনিট আগে
২১ দিন ২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
২২ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
২৩ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে
২৩ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
২৪ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
২৫ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে