তুমি যাবে ভাই
যাবে আমার সাথে
আমার ছোট্ট গ্রামে,
যেথায় শ্রাবণ এলে
বারিধারা
বৃষ্টি হয়ে নামে।
যেথায় নীলাকাশে
শ্রাবণ হাসে
মেঘে মেঘে আড়া-আড়ি
শিশির বিন্দু যেন
বৃষ্টি হয়ে তখন
রুমঝুম শব্দ করি৷
ঐ-আকাশ পথে
কালো মেঘ
ভেলা হয়ে বেরায়।
সেই বাংলাদেশে
সেই সোনার দেশে
এসো তুমি হেসে
চড়ে উড়োজাহাজ টায়।
আজ এইটুকুই থাক
পরে বলব আবার
সেই মেঘেদের কিছু গল্প
মেঘশেষে নীলাকাশে
রঙধনুর মিলে দেখা,
চলে এসো তারাতারি,
নয়তো আড়ি;
আর দেখবো আমি মেঘ একা।
আফরিনা সুলতানা ঈশিতা
শিক্ষার্থী, অনার্স ৪র্থ বর্ষ, বাংলা বিভাগ।
দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ।
নবাবগঞ্জ, ঢাকা।
১০ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
১৭ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
২১ দিন ২২ ঘন্টা ৪৯ মিনিট আগে
২২ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে
২৩ দিন ২ ঘন্টা ২১ মিনিট আগে
২৩ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে
২৪ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৫ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে