সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় নারী প্রকল্পের ফ্রিল্যান্সর প্রশিক্ষণ শেষে ল্যাবটপ বিতরণ নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার উপকূলে জেলেদের জন্য ‘লাইফলাইন’ হতে পারে স্টারলিংক ইন্টারনেট ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করতে আগ্রহী : প্রধান উপদেষ্টাকে মাত্তেও ফের বাড়ল সোনার দাম, কাল থেকেই কার্যকর উর্দু ভাষায় পাকিস্তান মাতাবে সিয়ামের ‘জংলি’, চলছে ডাবিং কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পরিকল্পিত জনসংখ্যা হউক আমাদের অঙ্গীকার


◾ নীলকন্ঠ আইচ মজুমদার  : আজ ১১ জুলাই জাতিসংঘের অর্ন্তভূক্ত প্রতিটি দেশেই পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। এ দিবসটিকে নিয়ে একেক দেশের গুরুত্ব একেক রকম। কোন কোন দেশের জনসংখ্যা বাড়ছে দ্রুত গতিতে আবার কোন দেশের জনসংখ্যা দিনদিন কমে আসছে। কেউ কেউ পজেটিভ আবার অন্যদিকে কেউ কেউ নেগেটিভ ভাবে নিচ্ছে জনসংখ্যা হ্রাস বৃদ্ধিকে। জনসংখ্যা বৃদ্ধির এ গতিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে প্রতিবছর জনসংখ্যা দিবসে বিশেষভাবে আলোচনা হয়। কিছু কিছু দেশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্রের পক্ষে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে আশার আলো যে সরকারের বহুমুখি পদক্ষেপের ফলে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে।


বর্তমান পৃথিবীর প্রেক্ষাপটে এ দিবসটি অনেক তাৎপর্য বহন করে থাকে। প্রতিদিনই বাড়ছে জনসংখ্যা কিন্তু সে হারে বাড়ছে না মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান তাই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে রাষ্ট্রকে। ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর গভর্নিং কাউন্সিলে জনসংখ্যা ইস্যুতে গুরুত্ব দেয়া জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষে বিশ্বব্যাপি ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দিবসটি পালিত হয়েছে আসছে প্রতিবছরই নতুন আঙ্গিকে। সঠিকভাবে বেঁচে থাকার জন্য জনসংখ্যার সঠিক ব্যবহার কিভাবে করা যায় সেই লক্ষে প্রতি বছরই বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হয় এ জনসংখ্যা দিবস। এ দিবসের মাধ্যমে মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য। যেসব দেশে প্রতিনিয়ত জনসংখ্যা ব্যাপক হারে বাড়ছে সেসব দেশের রাষ্ট্রযন্ত্রের চাপটা একটু বেশি। অন্যদিকে কিছু কিছু দেশে জনসংখ্যা কমছে তাই তাদেরও ভিন্ন নীতি অনুসরণ করতে হচ্ছে। বিশেষ করে কিছু কিছু দরিদ্র বা উন্নয়নশীল দেশে যেভাবে জনসংখ্যা বাড়ছে তা উদ্বেগ সৃষ্টি করছে। জনসংখ্যা দিবসের আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টি সামনে চলে আসে তা হলো বর্তমান বিশ্বের জনসংখ্যার সার্বিক অবস্থা এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো কি হারে বাড়ছে জনসংখ্যা ? জাতিসংঘের জনসংখ্যা তহবিল ( টঘঋচঅ ) বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে থাকে প্রতিবছর। এরই ধারাবাহিকতায় গত বছরের ১৪ এপ্রিল বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০২২ প্রকাশ করে।


এ প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর বর্তমান মোট জনসংখ্যা ৭৮৭.৫০ কোটি, যার মধ্যে গত এক বছরে বেড়েছে ৭ কোটি, বৃদ্ধির হার ১.১ %। গড় আয়ু- নারী ৭৫, পুরুষ-৭১, সার্বাধিক জন্মহারের দেশ বাহরাইন (৪.৩%), সর্বনি¤œ লিথুনিয়া (১.৫%) । পৃথিবীর জনসংখ্যা বিচারে বৃহৎ দশটি রাষ্ট্র হলো চীন ১৪৪ কোটি ৪২ লাখ, ভারত ১৩৯ কোটি ৩৪ লাখ, যুক্তরাষ্ট্র ৩৩ কোটি ২৯ লাখ, ইন্দোনেশিয়া ২৭ কোটি ৩৪ লাখ, পাকিস্তান ২২ কোটি ৫২ লাখ, ব্রাজিল ২১ কোটি ৪০ লাখ, নাইেজেরিয়া ২১ কোটি ২৪ লাখ, বাংলাদেশ ১৬ কেটি ৬৩ লাখ, রাশিয়া ১৪ কোটি ৫৯ লাখ ও মেক্সিকো ১৩ কোটি ৩ লাখ জনসংখ্যা রয়েছে। জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম দেশ হচ্ছে চীন। ৯৩ লক্ষ ৮৮ হাজার ১১ বর্গ কিলোমিটারের এ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ১০ জনেরও কম লোক। অন্য দিকে ১ লক্ষ ৪৮ হাজার ৪৬০ বর্গ কিলোমিটারের ( সিআই ওয়ার্ল্ড ফ্যাক্টবুক ২০২১ অনুসারে) ছোট আমাদের এ দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে প্রায় ১ হাজার ১শ ২৫ জনের মতো লোক। উপরের পরিসংখ্যানের সাথে আমাদের বাংলাদেশের বাংলাদেশের অবস্থান কি রকম সেটা ভেবে দেখার বিষয়।


পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ৮ম আর মোট জনসংখ্যা ১৬.৬৩ কোটি, বৃদ্ধির হার ১.১%, গড় আয়ু- নারী ৭৫ বছর এবং পুরুষ ৭১ বছর , নারীর প্রতি প্রজনন হার ২ জন, ৬৫ বা তার বেশি বয়সের মানুষ ৫.৩%। এই অধিক জনসংখ্যার দেশটিতে প্রতিনিয়তই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে । লক্ষণীয় বিষয় হলো বহু চেষ্টার করেও জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অনাকাঙ্খিত গর্ভধারণ, বাল্য বিয়ে ও দারিদ্র্যের হার কমিয়ে আনার বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। তবে আশার কথা হলো এত সমস্যার পরও স্বাধীনতার পর ১৯৭৪ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২.৪৮% যা বর্তমানে কমে এসেছে ১.১% যা থেকে আশার সঞ্চার হচ্ছে আমাদের মাঝে। অন্যদিকে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সাল থেকে ২০৫০ সাল পর্যন্ত যেসব দেশের জনসংখ্যা হ্রাস পাবে তাদের মধ্যে বুলগেরিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, মলডোভা, রোমানিয়া, সার্বিয়া, ইউক্রেন, হাঙ্গেরি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপগুলো অন্যতম। আর এর মধ্যে এশিয়ার দেশ জাপানের অবস্থান দশম। এসব দেশে জনসংখ্যা কমলেও শুধুমাত্র অভিবাসন নীতি বা বিদেশীদের গ্রহণের মাধ্যমে জনসংখ্যার স্থিতিশীলতা ধরে রেখেছে। এখন প্রশ্ন হলো কেন কমছে জনসংখ্যা ? শুধুই কি প্রাকৃতিক কারণ ? গবেষণা বলছে নগরায়ন, শিল্পায়ন, শিক্ষা, কর্মসংস্থানে নারীর অগ্রযাত্রা, নারীর ক্যারিয়ার, শিশু লালন পালন ও শিক্ষার ব্যয় মাত্রাতিরিক্ত বৃদ্ধি, কাজের সন্ধানে দেশ ত্যাগ, ভোগবাদীতা, জীবনযাত্রা ক্রমে কঠিন থেকে কঠিনতর হওয়ায় উন্নত দেশের অনেক নারী সন্তার ধারণ এমনকি বিয়েতে পর্যন্ত আগ্রহ হারাচ্ছে।


এসব কারণে বিভিন্ন দেশে জনসংখ্যা দ্রুত কমে আসছে। সময়ের প্রেক্ষাপটে আজ অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। একদিকে যেমন বাড়ছে জনসংখ্যা অন্যদিকে আবার হ্রাসও পাচ্ছে জনসংখ্যা উভয় সংকটে বিশ্ব। জনসংখ্যা অধিক বৃদ্ধি যেমন আমরা চাই না তেমনি চাই না জন্যসংখ্যা একেবারেই কমে যাওয়া। এ ক্ষেত্রে একেক দেশের চাওয়াটা একেক রকম। প্রতি বছরই ভিন্ন ভিন্ন সমস্যা ও এর সমাধানের আলোকে প্রতিপাদ্য তৈরি করে জনসংখ্যা দিবস পালিত হয়ে থাকে তবে এ গুরুত্বপূর্ণ দিবসটির প্রয়োজনীয়তা সাধারণ মানুষের কাছে আরো বেশি করে সামনে আনা প্রয়োজন। বাংলাদেশে যেহেতু জনসংখ্যা বৃদ্ধির হার এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তাই এ বিষয়ে আরো গুরুত্ব দিয়ে জনসাধারণের নিকট পৌঁছতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে না পারলে দেশে বিভিন্ন সমস্যা তৈরি হতে থাকবে। দেশের উন্নয়নের জন্য যত পরিকল্পনাই করি না কেন জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে না পারলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। আর যেসব জন্যসংখ্যা রয়েছে তাদের কর্মমূখী করে জনসম্পদে রুপান্তর করতে হবে। মনে রাখতে হবে যে পরিকল্পিত জনসংখ্যা দেশের উন্নয়নের পূর্বশর্ত এটা মাথায় রেখে আমাদের মত জনবহুল দেশে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা জরুরি।


তবে সবসময়ই পরিকল্পিত জনসংখ্যার কথা বলি কিন্তু জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন কোন ব্যবস্থা সামনে আনতে পারি না। গুানুগতিক ধারায় সামনের দিকে অগ্রসর হচ্ছি। প্রতিবছরই জনসংখ্যা দিবসে আলোচনায় বিভিন্ন নতুন নতুন তথ্য তিন্তু কার্যকরের অভাবে হারিয়ে যায় এ ব্যবস্থা। আমাদের মত জনবহুল দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে না পারলে এর জন্য বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে। তাই এ সমস্যা সমাধানে আমাদের অঙ্গীকার করতে হবে পরিকল্পিত জনসংখ্যার।   



লেখক পরিচিতি

শিক্ষক ও গণমাধ্যমকর্মী


আরও খবর
deshchitro-6801d6dae401c-180425103642.webp
Take early steps to resolve waterlogging in Dhaka

১৮ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে




deshchitro-67f32034a3e9c-070425064540.webp
সড়কে মৃত্যুর মিছিল বন্ধ হোক

২৯ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে


67f00c4be906d-040425104355.webp
অবহেলার পাত্র নাকি সভ্যতার স্থপতি?

৩১ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে


deshchitro-67e77b5f5d7ad-290325104727.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

৩৮ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে


67e68cb231674-280325054906.webp
ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বার্তা

৩৮ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে