জীবিকার তাগিদে ছুটছে মানুষ শহরে
এখানেই নেই কোনো শান্তি শীতল ছায়া আছে শুধু ইট বালির তৈরি দালান কোঠা
আরো আছে ব্যস্ত জনগন জ্যামে আটকা।
সকাল হলেই দৌড় শুরু চাকরির সন্ধানে
কেউ পেয়েছে কেউবা হেরেছে এই বাজারে
ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছে শহরের এক কোণে
কোনো এক চায়ের দোকানে অথবা পথে ঘাটে।
কুকুর গুলো ধুঁকছে যেখানে সেখানে মধ্য দুপুর রোদে
কাকেরা সব খাবারের সন্ধানে ঘুরছে ডাজবিনের পাশে
অন্য প্রাণী পড়ে না চোখে এই শহরের বুকে
প্রকৃতি নিয়ম বিরুদ্ধে গড়া সব দালানকোঠা
ভিক্ষারী সহ চোরের নেই অভাব অলিতে গলিতে
মারামারি হানাহানি লেগে আছে যেখানে সেখানে
সুযোগ পেলেই ছোবল দিবে মানুষ রুপি সাপ
সাবধানে চলাফেরা করেও পায় না রক্ষা।
বন্ধী জীবন যাপন চার দেয়ালে ঘেরা
মাঠ-ঘাট ,গাছ-গাছালি এই শহরে পাওয়ায় দুস্কর
মোড়ে মোড়ে হাট-বাজার হোটেল-রেস্তোরা
সব কিছু যেন টাকার খেলা।
সারা দিন অফিস আদালত শেষে ফিরে আসে সবাই
নেই আড্ডার আসর কোথাও ক্লান্ত যে সবাই
নিজ কার্যে ব্যস্ত সবাই যে যার ঘরে
শহুরে জীবন যেন যান্ত্রিক এর আগমনে।
প্রতিবেদন: পার্থ কুমার দিবা