উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন এর ৫ম বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার(১৬ সেপ্টেম্বর) ইনানী রয়েল রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জাহেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালিয়া পালং ইউনিয়ন পরিষদচেয়ারম্যান এস. এম. ছৈয়দ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাংবাদিক ফারুক আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ জালিয়া পালং ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ সিকদার, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, উখিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শরীফ আজাদ, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ, বাংলাদেশ যুবলীগ জালিয়া পালং ইউনিয়ন শাখার আহ্বায়ক এড. সাকু আলম, উখিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
সংগঠনের উপদেষ্টাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়াবিদ সানা উল্লাহ, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আমানত উল্লাহ সাকিব, ইনকাম ট্যাক্স এন্ড কোং ল’ এডভাইজার খাইরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন, কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জুয়েল মামুন, সোনার পাড়া ক্লিনিক এর সিএইসসিপি আব্দুল হামিদ, এড. নুরু রশিদ, রাজাপালং মাদ্রাসার সহকারী শিক্ষক জুনাইদ মোস্তফা, সমাজসেবক জিয়াউল হক জিয়া, এড. মাসুম রেজা ও ইঞ্জিনিয়ার ছুরত আলম।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মাহাবুব কাউসার। অনুষ্ঠানে মাহাবুব কাউসার ও জাহেদ এর বক্ত্যবের মাধ্যমে সংগঠনের বিগত সময়ের বাস্তবায়িত কর্মকাণ্ড ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। পাশাপাশি সংগঠনের সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক কাজে সক্রিয় ভূমিকা রাখার নিমিত্তে উপস্থিত অতিথি বৃন্দের কাছে বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম সমূহের প্রয়োজনীতা তুলে ধরেন। বক্তব্যে অতিথি বৃন্দ সংগঠনের প্রয়োজনীয় সরঞ্জাম সমূহ উপহার দেয়ার ঘোষণা দেন এবং সবসময় উক্ত সংগঠনের পাশে থাকবে বলে আস্বস্ত করেন।
অনুষ্ঠানে উপদেষ্টাবৃন্দ ও সংগঠনের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। র্যাফেল ড্র এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
৯ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ১৯ মিনিট আগে
২০ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
২৯ দিন ৫৮ মিনিট আগে
৩০ দিন ২২ ঘন্টা ১৫ মিনিট আগে
৩১ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩২ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে