বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ বরিশালে দুই ঘন্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি বরিশালে সিটি মেয়র ঘোষনার আবেদন খারিজ বাহারের শূন্যতায় নোয়াখালীর সংবাদপত্র বিপণন ব্যাহত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র আদমদীঘিতে নাগর নদীর তলদেশ থেকে উত্তোলন করা বিপুল বালু জব্দ শ্রীপুরের জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান আদমদীঘিতে প্রধান শিক্ষককে মারপিটের বিচার দাবীতে মানববন্ধন সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু ঢাকায় শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়েব হাসান বাবু ফিফা’র আমন্ত্রণে যাচ্ছেন বাগদাদ বিচারপতি মাহমুদুল হক সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন গলাচিপা ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহরের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত সদর উপজেলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সুন্দরবনে বিপন্ন প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকার ডিম ফুটে জন্মাল ৬৫ বাচ্চা গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু

উখিয়ায় ৫০ বছরের ভোগদখলীয় জমি কেড়ে নিতে হামলা ও চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ!

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা মহাজনপাড়া এলাকায় নিজেদের ভোগদখলীয় ৫০ বছরের জমি দখলে রাখতে গিয়ে নিরাপত্তাহীনতা, হামলা ও নির্যাতনের শিকার হচ্ছে এক অসহায় পরিবার।


অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি পিএফ জায়গায় বাবার মৃত্যুর পরে ওয়ারিশ সূত্রে জায়গা ভোগ করে আসছিলেন ভুক্তভোগী কালু বড়ুয়া। কিন্তু তাদের ৫০ বছরের ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি হঠাৎ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে তাদেরই মামী বেবী রাণী বড়ুয়া ও তার মেয়ের জামাই ভুলু বড়ুয়া (প্রকাশ ডা. বিসি বড়ুয়া)।


কালু বড়ুয়া পেশায় দিনমজুর হওয়ায় তার ভাগের জায়গা দখল করে অপরজনকে বিক্রি করে দিতে চেষ্টা করে আসছেন তারা। কিন্তু তিনি নিজের ভোগদখলীয় সম্পত্তি তাদের দিয়ে দিতে অস্বীকার করলে গত ১৮ জুলাই ভাড়াতে সন্ত্রাসী এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়ের উপর হামলা চালায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে কাপড় ও চুল ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতন করে। এসময় তাদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে না করলে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতো বলে জানান অসহায় কালু বড়ুয়া।


পরে কালু বড়ুয়া ও তার পরিবারের উপর হামলা, নির্যাতন, শ্লীলতাহানি এবং ক্ষয়ক্ষতির অভিযোগে স্ত্রী সাকি বড়ুয়া বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উখিয়ার আদালতে সিআর মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৩৮/২৩ তাং২০/০৭/২৩। বর্তমানে মামলাটি উখিয়া থানার এসআই মোহাম্মদ খায়েরের কাছে তদন্তাধীন রয়েছে।


ভুক্তভোগী কালু বড়ুয়া জানান, মামলার এক নম্বর আসামী বেবী রাণী বড়ুয়ার মেয়ের জামাই ভুলু বড়ুয়া (প্রকাশ ডাক্তার বিসি বড়ুয়া) তার বাড়ি উখিয়া সদরের পাতাবাড়ি গ্রামে। মূলত ডাক্তারি পেশার প্রভাব ও আধিপত্য কাটিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে উখিয়া থেকে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে অসহায় দিনমজুর কালু বড়ুয়ার অর্ধ শতাধিক বছরের ভোগ দখলীয় বসতবাড়ি জবরদখলের পাঁয়তারা চালাচ্ছে।


তিনি আরও জানান, তাদের উপর হামলার পরেও ক্ষান্ত না হয়ে বেবী রাণী বড়ুয়া ও ভুলু বড়ুয়া জায়গা দখল ও অন্যত্র বিক্রির জন্য নিয়মিত হুমকি দিয়ে আসছেন এবং তাদের নিয়মিত চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। কলেজ পড়ুয়া মেয়েকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। এমনকি ওই জায়গা ছেড়ে না দিলে হত্যার হুমকিও দিয়েছেন।


এ নিয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ও অসহায়ত্ব নিয়ে দিন কাটাচ্ছেন কালু বড়ুয়া ও তার পরিবার। তাই হতদরিদ্র নিঃস্ব পরিবারটি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের মাধ্যমে আইনের আশ্রয়ে সহায়তা কামনা করেছেন এবং তার স্কুল পড়ুয়া মেয়েটির জীবনের নিরাপত্তাহীনতায় স্কুলে যাওয়া-আসা ও পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে তিনি জানান।


এদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, ১৫/১৬ জনের সন্ত্রাসী গ্রুপ কালু বড়ুয়ার পরিবারের উপর দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা করে। এতে তারা আঘাতপ্রাপ্ত হয়। এটি তাদের ৫০ বছরের ভোগ দখলীয় জমি। এ জমি ভুলু বড়ুয়া ও তার শাশুড়ী সহ দলবল নিয়ে নিঃস্ব এ পরিবার থেকে কেড়ে নিয়ে পথে বসিয়ে দিতে চাচ্ছে। বর্তমানে তাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, এ সংক্রান্ত ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর

উখিয়ায় কলেজ শিক্ষক ইকবাল খুন

১৩ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে







উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক

৩২ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে