ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর পাঁচ সদস্যের প্রতিনিধি নিয়ে কক্সবাজারের পৌঁছেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১০টায় তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে ইমন গিলমোর নেতৃত্বে ইইউ প্রতিনিধি দল উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রওয়ানা দেন।
জানা গেছে, ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি সকাল ১১টায় উখিয়া কুতুপালং ৪ নম্বার ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরে ইমন গিলমোর ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টারে যান এবং সেখানে রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। তবে একই দিন দুপুরে তিনি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।
পরে ইমন গিলমোর ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। রোহিঙ্গা প্রতিনিধি দলে কমিউনিটি লিডারদের মধ্যে পুরুষ ও নারী এবং বেশ কয়েকজন রোহিঙ্গা যুবক মতবিনিময়ে অংশ নেন।
এছাড়া তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করার কথা রয়েছে।
৯ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
২০ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
২৪ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৩০ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩০ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩২ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে