‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে পায়রা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. তানভীর মঈনুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা উপ-সহকারী নিবন্ধক মোঃ জগলুল হায়দার, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আরিফুর রহমান,তালতলী প্রেসক্লাবের সভাপতি মো. খাইরুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সম্পাদক মাও. ইউসুফ আলী,সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১৩ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৭ দিন ১৫ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯১ দিন ২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩৩ দিন ২১ ঘন্টা ৩ মিনিট আগে
১৪১ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
১৪৮ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৬৪ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে
১৬৬ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে