মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল

শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি , ধ্বংস হচ্ছে কৃষিজমি, হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

কৃষি জমির মাটি বিক্রি করে রমরমা ব্যবসা


কৃষি পণ্য উৎপাদনে শ্রীমঙ্গল উপজেলায় সুনাম থাকলেও প্রতিবছরই শুষ্ক মৌসুম এলেই ফসলি জমি থেকে মাটি কাটার হিড়িক পড়ে যায়। তিন ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রি করার ফলে এক দিকে কমছে ফসলি জমি, অন্যদিকে ব্যাহত ফসল উৎপাদন। সেই সাথে মাটি বহনের ট্রাকের কারণে ধ্বংস করা হচ্ছে কাঁচা পাকা রাস্তা ঘাট। ফসলি জমির মাটি বিক্রি ও মাটি কেটে ফসলি জমি ধ্বংস করা নিষিদ্ধ থাকলেও তা মানছেন না মাটি ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সবুজ মিয়া এবং লোকমান গংরা আইনের তোয়াক্কা না করেই অবাধে চালাচ্ছেন অবৈধ মাটির ব্যবসা। প্রশাসনকে ফাঁকি দিয়ে আশিদ্রোন এলাকার ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এভাবে মাটি কেটে নেওয়ার কারণে যেমন ঝুঁকিতে পড়ে যাচ্ছে এলাকার ঘরবাড়ি, ব্রিজ, রাস্তাঘাট। তেমনি ধ্বংস হয়ে যাচ্ছে ফসলি জমি। এছাড়া মাটিবোঝাই ভারী ট্রাক ও ট্রাক্টর চলার কারণে কৃষিজমির পাশাপাশি গ্রামীণ এবং পাকা রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে। ধুলোবালিতে দূষিত হচ্ছে পরিবেশ। সেই সঙ্গে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশ। হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের আশিদ্রোন ও শিববাড়ি এলাকায় সরজমিন গিয়ে দেখা যায়, ফসলি জমিতে ৩০জন শ্রমিক মাটি কেটে ১৫টি ট্রাক গাড়ি ও ২টি ট্রাক্টর গাড়িতে বোঝাই করছেন। এসব মাটি ট্রাক্টর ও ট্রাক দিয়ে শহরের মৌলভীবাজার রোড, শহরতলীর মুসলিমবাগসহ বিভিন্ন এলাকার বাসা-বাড়ি-ভিটে এবং পুকুর ভরাটের জন্য ক্রেতার কাছে সরবরাহ করা হচ্ছে।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় বেশিরভাগ জমিই তিন ফসলি। এখানে ধান, আলু, ভুট্টা, ধনিয়া, কাকরুলসহ বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। মাটি কেটে বিক্রি করার ফলে দিন দিন কৃষি জমি কমে যাচ্ছে।

উপজেলা প্রশাসন মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাটির ব্যবসায়ীদের জেল-জরিমানা করলেও ব্যবসায়ীরা প্রশাসনকে ফাঁকি দিয়ে ভিন্ন পথ অবলম্বন করেছেন। ব্যবসায়িরা দিনে বা রাতে সময় পেলেই ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে এসব মাটি বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছেন তারা।

এলাকাবাসিরা জানান, মাটির টপসয়েল কেটে নেওয়ার ফলে কৃষিজমির শ্রেণি পরিবর্তন হয়ে নালা অথবা জলকড়া জমিতে পরিণত হচ্ছে। নির্বিচারে যেভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যে ফসলি জমি আশঙ্কাজনক হারে কমে যাবে। কমে যাবে ফসল উৎপাদন।

এবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার বলেন, ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আজ শ্রীমঙ্গল উপজেলাধীন পশ্চিম ভাড়াউড়া, মাজদিহি, বিষামনি এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান করেছি। কিন্তু হাতেনাতে কাউকে আটক করা যায়নি বিধায় জরিমানা করা হয়নি। তবে গতকাল বাইক্কা বিলে অভিযান পরিচালনা করে আনুমানিক ৬০০০/-মি কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তালেব বলেন, কৃষিজমি থেকে মাটি কাটা বন্ধ করতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। আজ এসিল্যন্ডকে অভিযানে পাঠিয়েছিলাম। আমরা খবর পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে জেল-জরিমানা করছি।  যে বা যারা কৃষিজমির মাটি কাটছেন, তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

Tag
আরও খবর