মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল

শ্রীমঙ্গলের বরুণা ছালানা ইজলাস এর মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলের বহুমুখি শিক্ষা প্রতিষ্ঠান বরুণা মাদরাসার ছালানা ইজলাস শুরু, শেষ রাতে মোনাজাত



সিলেট বিভাগের বরেণ্য বুজুর্গ, শায়খুল আরব ওয়াল আজম মাওলানা হোসাইন আহমদ মাদানি (রহ.) এর খলিফা, আল্লামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন (ছালানা ইজলাস) শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভীর উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে শুরু হয়। 

ছালানা ইজলাস-কে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও শ্রীমঙ্গলের হাইল হাওর প্রান্তর থেকে শুরু করে গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। বরুণা মাদরাসার এই সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। 

সিলেট বিভাগের সর্ববৃহৎ এই মহাসম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা শুক্রবার সকাল থেকেই মাদরাসা ময়দানে এস জমায়েত হয়েছেন।

বিশেষ করে বরুণার ছালানা ইজলাসের মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআর জামাতে শরীক হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-ওলামা, ইমাম-খতিব, বুজুর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ হজরত শায়খে বর্ণভীর (রহ.) মুরিদানের ঢল নামে বরুণা মাদরাসা ময়দানে।

সিলেট বিভাগে আজ সবচেয়ে বড় জুমআ বরুণা মাঠে অনুষ্ঠিত হয়। 

জুমআর নামাজের পূর্বে বয়ান এবং জুমআর নামাজের ইমামতি করেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী।

বক্তাদের মাঝে জুমআর নামাজে অংশ নেন দেশের জনপ্রিয় ইসলামি স্কলার মাওলানা আলী হাসান উসামা। বাদ আসর তিনি ছালানা ইজলাসে বয়ান করবেন বলে মাদরাসা সূত্রে জানা গেছে। 

বিকেল ৩টায় সরজমিন দেখা যায়, বাদ জুমা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির আসকারসহ বিভিন্ন ইবাদত বন্দেগিতে বরুণা মাদরাসা ময়দান এক পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়।

দিবারাত্র ব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করবেন বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী। এর আগে দীর্ঘদিন সভাপতিত্ব করেছিলনে বরুণা মাদরাসার সদরে মুহতামিম ও আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী। তিনি ২০২০ সালের ৯ অক্টোবর ইন্তেকাল করেন। 

বরুণা মাদরাসার সদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদী জানান, সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ভক্ত-মুরিদ অংশ নেবেন। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ, বরেণ্য ইসলামি স্কলার ও বুজুর্গানে দ্বীন বয়ান পেশ করেন।  

ছালানা ইজলাস বাস্তবায়ন কমিটি সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে উল্লেখযোগ্য আলেমদের মধ্যে আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, শায়খুল হাদিস হাফিজ মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মুফতি মাহফুজুল হক, মাওলানা হাবীবুল্লাহ মাহমুদ কাসেমি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি, মাওলানা আতাউল হক জালালাবাদি,  মাওলানা গাজি সানাউল্লাহ রাহমানি, অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা আশরাফ আলী হরষপুরী, মাওলানা উবায়দুর রহমান হুজাইফী, মাওলানা মঞ্জুর রশিদ আফেন্দি, মুফতি মুজিবুর রহমান হাটহাজারি, মাওলানা মেরাজুল হক কাসেমি, মাওলানা নুরুল আমিন খানসহ অর্ধশতাধিক দেশবরেণ্য আলেম-উলামা ও ইসলামী স্কলারগণ বয়ান পেশ করবেন।

বরুণা মাদরাসাটি ১৯৪১ সালে প্রতিষ্ঠা করেন আল্লামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী।

বরুণা মাদরাসায় দারুল উলুম দেওবন্দের সিলেবাস অনুসরণের পাশাপাশি কম্পিউটার প্রক্ষিণ, কারিগরি শিক্ষা ও ইলেকট্রিকসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। দ্বীনি এই প্রতিষ্ঠানটি সামাজিক উন্নয়ন ও মানবতার কল্যাণে নিবেদিত। এই মাদরাসার উদ্যোগে সমাজের গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি টিউবওয়েল, সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়। বরুণা মাদরাসার সৌন্দর্য বাড়িয়েছে মসজিদে আবু বকর। এখানে একসঙ্গে ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এত বড় মসজিদ সিলেট বিভাগে আর নেই।

বর্তমানে বরুণা মাদরাসার সদরে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী। আর নায়েবে সদরে মুহতামিম হলেন মাওলানা শেখ নুরে আলম হামিদী ও প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন মাওলানা শেখ বদরুল আলম হামিদী।

আজ শুক্রবার শেষ রাতে লাখো মানুষের অংশগ্রহণে দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদীর (রাহ.) পুত্র, বরুণা মাদরাসার প্রিন্সিপাল ক্বারী মাওলানা শেখ বদরুল আলম হামিদী।


Tag
আরও খবর