দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৯ জুলাই) পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু। এসময় তিনি শহরের বিভিন্ন সড়কের পাশের ড্রেনগুলোতে মশা নিধনের ওষুধ স্প্রে করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, কাউন্সিলর কাজী আব্দুল করিম, মো. আলকাছ মিয়া, ছাদ উদ্দিন প্রমুখ।
পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, সারাবছরই পৌর এলাকায় মশার ওষুধ ছিঁটানো হয়। এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমরা জোরালোভাবে মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের এ বিষয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।
ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির-উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য শ্রীমঙ্গল পৌরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।
১ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
২ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১৬ দিন ৩০ মিনিট আগে
১৭ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
২৩ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে