গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন
গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন
গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন
রাজবাড়ীর গোয়ালন্দে সোনালী ব্যাংক পিএলসি উপজেলা কমপ্লেক্স শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হাবিব ম্যানশন এর দ্বিতীয় তলায় ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ও সেনালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার'স জাহিদুল ইসলাম মোল্যা।
সোনালী ব্যাংক পিএলসি (প্রিন্সপাল অফিস) রাজবাড়ীর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আবদুল হাদীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউওনও মো. নাহিদুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যাক্ষ মোয়াজ্জেম হোসেন বাদল, ভবনের মালিক মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপি'র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ প্রমুখ।
সার্বিক তত্বাবধানে ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি (প্রিন্সপাল অফিসার) গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখার ম্যানেজার মো. মোতাহার হোসেন।
এ সময় ব্যাংকে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ।
দোয়া মাহফিলে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন
উল্লেখ্য, কার্যালয়টি উপজেলা চত্বর থেকে স্থানন্তর করে হাবিব ম্যানশন ভবনের দ্বিতীয় তলায় আনা হয়েছে।