শ্যামনগর প্রেসক্লাবে শায়খ ড. আব্দুস সালাম আযাদীকে সম্মাননা স্বারক প্রদান
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান কিউএনএস ও টিভিঅনইউকে এর পরিচালক শায়খ ড. আব্দুস সালাম আযাদীকে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ক্লাবের সভাকক্ষে আয়োজিত শুভেচ্ছা ও মত বিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্বারক উঠিয়ে দেয়া হয়। প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকন ফাউন্ডেশনের নির্বাহী পরিচাল মোঃ গোলাম সরোয়ার, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা জিএম ওসমান গণি, সমাজসেবক আব্দুল জলিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসুম বিল্লাহ সহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
এর আগে প্রেস ক্লাবে পৌছানোর পর যুক্তরাজ্যে বসবাসরত ইসলামী এ চিন্তাবিদ ও আলোচককে সাংবাদিকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সঞ্চালনায় মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শায়খ ড. আব্দুস সালাম আযাদী বলেন, মানুষকে জাগিয়ে তোলার মন্ত্র সাংবাদিকতার মধ্যে নিহিত। অহিংস নীতির ভিত্তিতে সুন্দর বসবাস উপযোগী সমাজ গঠন সম্ভব-উল্লেখ করে তিনি আরও বলেন হিংসা-বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা দিয়ে বিশ্বকে জয় করা সম্ভব। উপকুলীয় জনপদে বসাবসরত মানুষের জীবনমানসহ লোকচক্ষুর অন্তরালে পড়ে যাওয়া বিষয়গুলোকে সংবাদের প্রতিপাদ্য করার পরামর্শ দেন। এছাড়া যেকোন বিষয়ে প্রভামুক্ত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপরও গুরুত্বারোপ করেন তিনি।
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের মোঃ ছবিলার রহমানের ছেলে ড. আব্দুস সালাম আযাদী রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেনীতে প্রথম হয়ে কৃতিত্বের সাক্ষর রাখেন। পরবর্তীতে তিনি মায়েশিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয় ও মদীনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে ২০০২ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান।
ছবি ঃ শায়খ ড. আব্দুস সালাম আযাদীকে প্রেস ক্লাবের পক্ষে সম্মাননা স্বারক প্রদান।
১ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে