শ্যামনগরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসকাব চত্ত্বরে ‘এক হই, নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে সক্রিয় হই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ প উপলে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নকশীকাঁথার আয়োজনে বাদাবন সংঘের সহযোগিতায় বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শাহানা হামিদের সভাপতিত্বে ও নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, সহ-অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য লতিফা রহমান ঝর্ণা, শংকরকাটি প্রচেষ্টা মহিলা সমিতির সভানেত্রী সুফিয়া খাতুন, মরমী মহিলা সংগঠনের নির্বাহী পরিচালক প্রতিমা রাণী মিস্ত্রী, সিডিও ইয়ুথ টিমের প্রতিনিধি হাফিজুর রহমান, যুব ফোরামের সভাপতি মোমিনুর রহমান, নকশীকাঁথার স্বেচ্ছাসেবক স.ম.ওসমান গণি সোহাগ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন ভূমিতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে, নারী ও কিশোরী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে, নারীর প্রতি সহিংসতা ক্রমেই বেড়ে চলেছে। নারী এগিয়ে যাচ্ছে এটি যেমন সত্য, আবার নারী নির্যাতনও হচ্ছে সেটিও অস্বীকার করার উপায় নেই। করোনাকালে গত দুই বছরে নারী নির্যাতনের মাত্রা বেড়েছে। শুধু আইন থাকলেই নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব নয়। সেই সাথে নারী শিা ও মতায়নও জরুরী।
ছবি- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে শ্যামনগর প্রেসকাব চত্তরের মানববন্ধনে বক্তব্য প্রদান করছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।
১২ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে