শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রাথমিক,মাধ্যমিক,কলেজ , মাদ্রাসা ও কারিগরী স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,আলোচনাসভা ও শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কাউটদের বাদ্য বাজনা সহকারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে দিবস উদ্যাপন কমিটির আহবায়ক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।বছরের প্রথমে কোটি কোটি বই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দিচ্ছেন। তিনি শিক্ষক দিবসের সফলতা কামনা সহ সরকারের উন্নয়ন তুলে ধরেন।
নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেআ একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান,শ্যামনগর প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনাশেষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, জেলার শ্রেষ্ঠ প্রাথমিকে প্রধান শিক্ষক ১৬০ নং শ্যামনগর শিশু শিক্ষা নিকেতনের পরিমল কর্মকার শ্রেষ্ঠ উপজেলার প্রাথমিকের প্রধান শিক্ষক ৬২ মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কামরুন্নাহার ও শ্রেষ্ঠ বিভাগীয় প্রাথমিকের সহকারী শিক্ষক ১৫ নং সোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঃ হামিদকে সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরমোহাম্মদ তেজারত, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রমিজ মিঞা, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ সহ বিভিন্ন প্রাথমিক স্কুল,,মাধ্যমিক স্কুল,কলেজ,মাদ্রাসা,কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,ছাত্রীবৃন্দ প্রমুখ।
১২ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ১৬ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ১৯ মিনিট আগে
৫ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে