শ্যামনগর নওয়াবেঁকী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর পশ্চিমকূলে নওয়াবেঁকী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইলকোট পরিচালনা করা হয়। বুধবার সকালে মোবাইলকোট পরিচালনা করেন উপজেলঅ সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান।
নওয়াবেঁকী বাজারের পাউবোর রাস্থার দুই পাশের জায়গায় বিভিন্ন দোকানের চালসহ তাদের মালামাল রাস্তার উপর রেখে গাড়ি ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে উঠছিল । এরই প্রেক্ষিতে নওয়াবেঁকী বাস স্ট্যান্ড হয়ে রাস্তার দুইপাশে সম্প্রসারণের লক্ষে ব্যাবসায়ীদের প্রাথমিক পর্যায়ে সতর্ক এবং অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ।
এসময় নওয়াবেঁকী বাসস্ট্যান্ডের প্রধান সড়কের ফুটপাত দখল করে পানির ট্যাঙ্ক রাখা ও ব্যাবসায়ী লাইসেন্স না থাকায় মৌসুমী কনস্ট্রাকশনের প্রোপাইটারকে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি ব্যাবসায়ী ও উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, রাস্তার ফুটপাত সহ সড়কের দুই পাশের ফুটপাতে মানুষের চলাচলের পথ বন্ধ করে কোনো প্রকার অবৈধ স্থাপনা, টল দোকান, বালুর ব্যাবসা, ব্যাবস্যায়ী প্রতিষ্ঠানের মালামাল রাখা যাবেনা । পরবর্তীতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানাসহ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সতর্ক করেন।
ছবি- শ্যামনগরে নওয়াবেঁকী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্mmm