গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড়

শ্যামনগরে ৬৯টি মন্ডপে ঢাক,কাঁসর,ঘন্টা ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলছে দূর্গা পূজা

শ্যামনগরের হরিনগর সার্বজনীন দূর্গা পূজা মন্ডপের চিত্র।


মাঙ্গলিক শংক, কুলবধূদের উলুধ্বনী, ঢাক,কাঁসর, ঘন্টা ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে চলছে দেবী দূর্গার পূজা। সন্ধ্যার পরই চারদিকে মন্ডপে মন্ডপে চলছে আলোর ফোয়ারা। নতুন নতুন পোষাক পরে ধনী, গরীব সকলে মন্ডপে চলেছে উৎসব আনন্দে মেতে উঠার জন্য। দূর্গা পূজা হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব।  ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে হিন্দুধর্মালম্বীদের শারদীয়া দূর্গা উৎসব উদ্যাপনের জন্য ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। এই উৎসব আনন্দে পিছিয়ে নেই উপকূলীয় শ্যামনগর।



বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখা সুত্রে প্রকাশ উপজেলায় এবার ৬৯টি মন্ডপে শারদীয়া দূর্গা উৎসব চলছে। গতবারের চেয়ে এবার পূজা বেশী হচ্ছে। গতবার ছিল ৬৪টি পূজা মন্ডপ। উপজেলায় এবার সবচেয়ে বেশী সংখ্যাক পূজা মন্ডপ তৈরী হচ্ছে আটুলিয়া ইউনিয়নে।



এখানে ১১টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন অনুযায়ী সংখ্যা হল শ্যামনগর ১০ টি ,মুন্সিগঞ্জ ১০টি,  বুড়িগোয়ালিনী ৯টি, রমজাননগর ৭টি, কৈখালী ৫টি, ঈশ^রীপুর ৪টি, ভূরুলিয়া ৩টি, কামিমাড়ী ৩টি,নূরনগর ৩টি, পদ্মপুকুর ২টি ও গাবুরা ২টি।


বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণপদ মন্ডল বলেন উপজেলায় ৬৯টি পূজা মন্ডপের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে ১৫টি ও ঝুঁকিপূর্ণ হিসাবে ১৪ টি মন্ডপ চি‎ি‎হ্নত করা হয়েছে। বাঁকী অন্যান্য সকল মন্ডপ সাধারণ হিসাবে বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ মন্ডপ গুলিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান।


জানা যায়, শারদীয়া দূগাপূজা মন্ডপ গুলিতে আর্থিক সহায়তা হিসাবে প্রতি মন্ডপে সরকার কতৃক ৪৯২.০৫ কেজি করে চাল, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার কতৃক পাঁচ হাজার টাকা, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল দোলন কতৃক মন্ডপে সিসি ক্যামেরা ক্রয়ের জন্য তিন হাজার টাকা প্রদান করা হয়েছে।


 
ইউনিয়ন অনুযায়ী পূজা মন্ডপের নাম হল ভূরলিয়া ইউপিতে ডিকেবি সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, হাটছোলা পূজা মন্ডপ, বল্লভপুর পূজা মন্ডপ। কাশিমাড়ী ইউপিতে শংকরকাটি পূজা মন্ডপ, খুঁটিকাটা পূজা মন্ডপ, গোবিন্দপুর মন্ডল ভবন পূজা মন্ডপ। শ্যামনগর ইউপিতে চিংড়াখালী পূজা মন্ডপ, নকিপুর পূজা মন্ডপ, নকিপুর ব্রাক্ষ্মণপাড়া পূজা মন্ডপ, উত্তরচন্ডিপুর পূজা মন্ডপ, মধ্য চন্ডিপুর পূজা মন্ডপ, ফুলবাড়ী পূজা মন্ডপ, নকিপুর জমিদারবাড়ী পূজা মন্ডপ, গোপালপুর পূজা মন্ডপ, নকিপুর শিব বাবুর বাড়ীপূজা মন্ডপ । নুরনগর ইউপিতে নুরনগর কায়েতবাড়ী পূজা মন্ডপ, নুরনগর বাজার পূজা মন্ডপ, দুরমুজখালী পূজা মন্ডপ । কৈাখালী ইউপিতে কৈখালী পূজা মন্ডপ, শৈলখালী পূজা মন্ডপ , মধ্যপরাণপুর পূজা মন্ডপ, পূর্ব পরাণপুর পূজা মন্ডপ, নিদয়া পূজা মন্ডপ। রমজাননগর ইউপিতে সোনাখালী হাইস্কুল পূজা মন্ডপ , সোনাখালী ঠাকুরবাড়ী পূজা মন্ডপ, ভেটখালী মানিকখালী পূজা মন্ডপ, ভেটখালী দক্ষিণপাড়া পূজা মন্ডপ, ভেটখালী পূর্বপাড়া পূজা মন্ডপ, কালিঞ্জী পূজা মন্ডপ, নতুন ঘেরী পূজা মন্ডপ। মুন্সিগঞ্জ ইউপিতে জেলেখালী পূজা মন্ডপ, হরিনগর বাজার পূজা মন্ডপ, মুন্সিগঞ্জ উত্তর কদমতলা পূজা মন্ডপ, হরিনাম সেবাশ্রম উত্তর কদমতলা পূজা মন্ডপ, যতীন্দ্রনগর পূজা মন্ডপ, মুন্সিগঞ্জ ধানখালী পূজা মন্ডপ, মুন্সিগঞ্জ মধ্য কুলতলী পূজা মন্ডপ, মুন্সিগঞ্জ সরদারবাড়ী পূজা মন্ডপ, জেলেখালী রানীর গ্যারেজ পূজা মন্ডপ, পশ্চিম জেলেখালী বলাই কবিরাজের বাড়ী পূজা মন্ডপ। ঈশ^রীপুর ইউপিতে ধূমঘাট শীলতলা পূজা মন্ডপ, ধূমঘাট হাসারচক পূজা মন্ডপ, ধূমঘাট চরারচক পূজা মন্ডপ, ধূমঘাট শীলতলা দক্ষিণপাড়া পূজা মন্ডপ। বুড়িগোয়ালিনী ইউপিতে বুড়িগোয়ালিনী তালবাড়ীয়া মাঝিপাড়া পূজা মন্ডপ, আবাদচন্ডিপুর পূজা মন্ডপ, আড়পাঙ্গাশিয়া মিস্ত্রী বাড়ী পূজা মন্ডপ, দূর্গাবাটি সাইকোন শেল্টার পূজা মন্ডপ, পূর্ব দূর্গাবাটি পূজা মন্ডপ, আড়পাঙ্গাশিয়া রাস মন্দির পূজা মন্ডপ, আড়পাঙ্গাশিয়া পি এন স্কুল পূজা মন্ডপ, পশ্চিম পোড়াকাটলা পূজা মন্ডপ, কলবাড়ী মিস্ত্রীবাড়ী পূজা মন্ডপ । আটুলিয়া ইউপিতে নওয়াবেঁকী বড়কুপট পূজা মন্ডপ, বয়ারসিংহ পশ্চিমপাড়া পূজা মন্ডপ , বীরসিংহ পূজা মন্ডপ , পশ্চিম আটুলিয়া আদু মন্ডল পূজা মন্ডপ , দক্ষিণ আটুলিয়া পূজা মন্ডপ, বড়কুপট দয়াল চাঁদ সেবাশ্রম সংঘ পূজা মন্ডপ, বয়ারসিংহ পূবপাড়া পূজা মন্ডপ, চুনার ব্রীজ পশ্চিম আটুলিয়া পূজা মন্ডপ, দক্ষিণ বড় কুপট বৈদ্য বাড়ী পূজা মন্ডপ, বড়কুপট কাব সংলগ্ন পূজা মন্ডপ , দক্ষিণ পশ্চিম আটুলিয়া মিস্ত্রী ভবন পূজা মন্ডপ। পদ্মপুকুর ইউপিতে ঝাঁপা পূজা মন্ডপ, কামালকাটি পূজা মন্ডপ  এবং গাবুরা ইউপিতে জেলিয়াখালী পূজা মন্ডপ, কালিবাড়ী পূজা মন্ডপ।



বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড,কৃষ্ণ পদ মন্ডল বলেন শারদীয়া দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সরকার কতৃক বিশেষ কিছু নিদের্শনা প্রদান করা হয়েছে। তিনি বলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান  শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা সম্পন্ন করার জন্য সর্বশেষ ৩০ নভেম্বর সকল মন্ডপের প্রতিনিধিদের উপস্থিতিতে সভা করেছেন। সভায় গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনাও দিয়েছেন।


শারদীয়া দূর্গা উৎসবের নিরাপত্তার বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন চার থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
১ অক্টোবর মহা ষষ্টির মধ্য পূজা শুরু হয়েছে এবং ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য শারদীয়া দূগা পূজার সমাপ্তি হবে বলে জানা যায়।



আরও খবর