সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে ব্যবসায়ী ও ইমামের মৃত্যু
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ জহিরুল ইসলাম (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নকিপুর গ্রামের আতিয়ার রহমান ওরফে দুনু গাজীর পুত্র।
বৃহস্পতিবার (০৪ মে) দুপুর ২টার দিকে নকিপুর গ্রামে নিজ বাড়ির ছাদে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মারাত্নক আহত হন। জহিরুল ইসলাম উপজেলা সদরে নিজ প্রতিষ্ঠান ভাষা আর্টে আর্টের কাজ করেন।
পারিবারিক সূত্রমতে, দুপুরে প্রবল বৃষ্টির পর ছাদের পানি নিষ্কাশনের সময় অসাবধানবশত বিদ্যুতের মেইনতারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে নিচে পড়ে মারাত্নক আহত হন। পর তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সিরুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্কিক মৃত্যুতে পরিবার সহ ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে মাওলানা মোঃ আক্তারুজ্জামান (৩৭)নামের এক ইমাম বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন।
বুধবার(৩ মে) বিকালে নিজ বাড়িতে মটরের সাহায্যে পানি উঠানোর সময় অসাবধনতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। তিনি কাশিমাড়ী ইউনিয়নের দনি কাশিমাড়ী গ্রামের মৃত আবু সাইদের পুত্র।
জানা যায়, মোঃ আক্তারুজ্জামান তার বাড়ির উপর গড়ে উঠা মসজিদে ইমামতি করতেন। বুধবার পানি উত্তোলনের পর মোটরের তার খুলতে যেয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে