অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”—ভিসির পদত্যাগ দাবিতে উত্তাল ববি বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলায় বিষয়কপ্রশিক্ষণ

শেরপুরে হাটের জায়গা দখল করে প্রভাবশালীর পজিশন বাণিজ্য

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী জামাইল হাটের জায়গা দখল করে স্থানীয় এক প্রভাবশালী টিনের শেড তৈরীর কাজ শুরু করেছেন। সেইসঙ্গে দোকান পজিশন বানিয়ে নিজেই বরাদ্দ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়া দখলে নেওয়া হাটের জায়গায় বসা ব্যবসায়ীদের নিকট থেকে নিয়মিত টোলও আদায় করে চলেছেন তিনি। এ অবস্থায় সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এহেন কর্মকান্ড থেকে বিরত থাকতে একাধিকবার সর্তক করা হয় তাকে। এরপরও থেমে যাননি। বরং আরও বেপরোয়া হয়ে উঠেছেন। হাটের সরকারি জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। তাই ইতিমধ্যে বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, হাটের ইজারাদার ও স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের অর্ন্তভুক্ত জামাইল হাট। প্রায় তিন যুগের বেশি সময় ধরে সপ্তাহে প্রতি শুক্রবার ও মঙ্গলবার ওই হাটটি বসে। কিন্তু আব্দুর রাজ্জাক নামে স্থানীয় এক প্রভাবশালী হাটের অন্তত দশ থেকে পনের শতক জায়গা দখলে নিয়েছেন। সেইসঙ্গে হাটের জায়গায় ইট ও টিন দিয়ে শেড তৈরী শুরু করেছেন। এমনকি ওই শেডে দোকান পজিশন আকারে নিজেই বরাদ্দ দিচ্ছেন। ব্যবসায়ীদের নিকট লাখ লাখ টাকা নিয়ে এই দোকান বরাদ্দ দিচ্ছেন তিনি। হাটের সরকারি জায়গা দখলে নিয়ে পজিশন বাণিজ্যের মাধ্যমে প্রভাবশালী ওই ব্যক্তির পকেট ভরলেও কানাকড়িও জমা হচ্ছে না সরকারি কোষাগারে। এছাড়া অবৈধভাবে হাটের জায়গা দখল হয়ে যাওয়ায় হাটটি তার জৌলুশ হারাতে বসেছে। ফলে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। এতে করে ক্রেতা সাধারণের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।

ওই এলাকার বাসিন্দা নুরুল ইসলাম, আব্বাস আলীসহ একাধিক ব্যক্তি বলেন, জামাইল হাটে আগে দূরদূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা আসতেন। কিন্তু দিনদিন হাটের জায়গা বেদখল হয়ে যাচ্ছে। হাটের জায়গা কমে যাওয়ায় হাটের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। কারণ হাটে ব্যবসায়ীরা কম আসছেন। তাই দোকানপাটও বসছে কম। চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় পণ্য না পাওয়ায় ক্রেতা সাধারণও আসছেন না হাটে। ফলে দিনদিন নিরুৎসাহিত হচ্ছেন তাঁরা। এমন পরিস্থিতিতে নতুন করে আবার হাটের জায়গা দখলে নিয়ে শেড তৈরী করছেন প্রভাবশালী আব্দুর রাজ্জাক। এভাবে হাটের জায়গা দখল অব্যাহত থাকলে এক সময় হয়তো হাটটিই আর থাকবে না বলে মন্তব্য করেন তাঁরা।
হাটের ইজারাদারের ব্যবস্থাপক মিয়া বলেন, অবৈধ দখলদার আব্দুর রাজ্জাক ইতিপূর্বেও হাটের জায়গা দখল করে নিয়েছেন। এখন আবার নতুন করে জায়গা দখলে নিয়ে প্রায় ২০০ ফুট লম্বা ইট ও টিনের শেড নির্মাণ শুরু করেছেন। এমনকি অবৈধভাবে হাটের এসব জায়গা দখল করে নিয়মিত টোলও আদায় করে চলেছেন। তার এই অবৈধ কর্মকান্ড বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না বলেও অভিযোগ করেন তিনি।
জানতে চাইলে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ওই হাটের জায়গা নিয়ে কিছুটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। হাটের জায়গা নিজেদের মালিকানা দাবি করছেন স্থানীয় একটি মহল। তবে এসব বিভ্রান্ত ছড়িয়ে কোনো লাভ হবে না। তাই হাটের জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণের খবর পেয়েই সেখানে গ্রাম পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছি। এছাড়া দ্রততম সময়ের মধ্যেই উপজেলা প্রশাসনের মাধ্যমে হাটটি দখল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন কোনো জায়গায় হাট-বাজার বসলে সেটি সরকারি হাটের সম্পত্তি হয়ে যায়। এজন্য হাট বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইনও রয়েছে। তাই হাটের ভেতরে জায়গা দখলে নিয়ে দোকান ঘর তৈরী ও পজিশন বিক্রির কোনো সুযোগ নেই। বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে সরেজমিন পরিদর্শন করে কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি প্রতিবেদন দিতে বলেছি। সে অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এদিকে বক্তব্য জানতে চাইলে অভিযুক্ত আব্দুর রাজ্জাক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি হাটের কোনো জায়গা দখল করেননি। কারণ এখানে হাটের কোনো জায়গাই নেই। আমার বাবা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়কে ৬৮ শতক ও মাদ্রাসাকে ৮৫ শতক জায়গা দান করেছিলেন। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের জায়গাতেই দীর্ঘদিন ধরে হাট বসছে। তাই হাটের কোনো নিজস্ব জায়গা নেই। আমার ফুফুর কাছ থেকে কিনে নেওয়া জায়গায় আমি ঘর নির্মাণ করছি। এখানে আমারতো কোনো দোষ দেখছি না বলে মন্তব্য করেন তিনি।

আরও খবর






শেরপুরে ট্রাক ধাক্কায় নিহত -২ আহত-২১

৪৫ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে