দুর্যোগে আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা’ স্লোগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচরে র্যালী, মহড়া আলোচনা সভাসহ নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে ।
১৩ অক্টোবর (বৃহস্পতিবার) সুবর্ণচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ব বিদ্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম৷
বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার কহি, চরজব্বার থানা (পুলিশ পরিদর্শক) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মোঃ শাহজালাল ,ফায়ার সার্ভিস কর্মকর্তা নুর নবী, সিপিপি’র চরজুবলী ইউনিয়ন টিম লিডার হাজী আব্দুল হক চৌধুরী প্রমূখ ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সরকারের বিনিয়োগ,দুর্যোগের পূর্বাভাস ব্যবস্থাপনার উন্নয়ন, নতুন আশ্রয়কেন্দ্র স্থাপন,দুর্যোগের পূর্বপ্রস্তুতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উদ্ধার কার্যক্রমে স্বেচ্ছাসেবীদের নিবেদিত প্রচেষ্টাসহ বিভিন্ন কার্যক্রমের ফলে প্রাকৃতিক দুর্যোগে জান-মালের ক্ষয়ক্ষতি এক ডিজিটে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল।’
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।
৩ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ দিন ২০ ঘন্টা ৩৩ মিনিট আগে
২২ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে
৩২ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৩ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৩ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে