সাতক্ষীরায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অভিযোজন অধিকার অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চে ইউনিট (রামরু) এর আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
ড. তাসনিম সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাশ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, সাতক্ষীরা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোঃ জুলফিকার আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামের অফিসার ফাতেমা জোহরা, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমিন, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, পরিচালক সিআর আব্রার, রিসার্চ এসোসিয়েট মার্জিয়া ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
এ সময় ছবি আঁকা ও রচনা প্রতিযোগিতায় আবাদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী ও ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
১ ঘন্টা ৪১ মিনিট আগে
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ১৫ মিনিট আগে
২১ ঘন্টা ১৯ মিনিট আগে
৪ দিন ২৩ মিনিট আগে
৪ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
৭ দিন ১৪ মিনিট আগে