সাতক্ষীরার সীমান্ত বর্ডার কালিয়ানি দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। শনিবার মধ্যরাতে সদরের তলুইগাছা সীমান্তের কেড়াগাছি কালিয়ানি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি আশাশুনি উপজেলার তালবাড়িয়া গ্রামের বিজন মন্ডলের ছেলে অজয় মন্ডল (২৯)।
তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয় কিন্তু বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়।
আজ রোববার সকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোঃ আশরাফুল হক জানান, সদর উপজেলার কালিয়ানি সীমান্ত দিয়ে শনিবার মধ্যেরাতে অবৈধভাবে কয়েকজন ব্যক্তি দালালের মাধ্যমে ভারতে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়।
এ সময় কালিয়ানি সীমান্ত থেকে একজনকে আটক করা হয় এবং বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারী দৌড়ে ঘন জঙ্গলে পালিয়ে যায়। তিনি আরো জানান, আটককৃত ব্যক্তিসহ তাদের পাচারকারী চক্রের সদস্যের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
২০ ঘন্টা ৩ মিনিট আগে
২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ১১ মিনিট আগে