মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার বৈকারী কালিয়ানী সীমান্ত এলাকা থেকে তিন জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত দেড়টার দিকে সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৬৩ এর কালিয়ানী মন্ডলপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক বাংলাদেশী তিন নাগরিক হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাটি গ্রামের উদয় কান্তি বাহারের ছেলে উৎসব নারায়ণ বাহার (২৭), একই গ্রামের অরবিন্দ বাহারের ছেলে শুভ বাহার (২৪) এবং গনেশ চন্দ্র মন্ডল এর ছেলে উত্তম কুমার মন্ডল (২০)।
বিজিবি সূত্র জানায়, সদর উপজেলার বৈকারী কালিয়ানী সীমান্ত দিয়ে কয়েকজন লোক ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের বৈকারী বিওপির একটি টহল দলের সদস্যরা রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৭ এর সাব পিলার ৬৩ বরাবর এলাকা থেকে ৩ জনকে আটক করে বিজিবি সদস্যরা।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত বাংলাদেশী নাগরিকগণ চাকুরী উদ্দেশ্যে ভারতে যাচ্ছিল। ভারতীয় পাচারকারী উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন এলাকার শুধয় বাসক (৪৫) এর মাধ্যমে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা কালিয়ানী সীমান্ত এলাকায় আসে। এ সময়ে তাদের ব্যাগ তল্লাশী করে ১ টি ল্যাপটপ, ৪ টি মোবাইল ফোন পাওয়া যায়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত বাংলাদেশী নাগরিকগণ অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে মালামালসহ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
২১ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ৫ মিনিট আগে