মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার গাবুরা ইউনিয়নটিতে মেগা প্রকল্পের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় সেই এলাকার পানি নিস্কাশনের জন্য যে সমস্ত স্লুইস গেট আছে সেই গেটের কয়েকটি স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরই মধ্যে গাবুরা চাঁদনিমুখা এলাকার একমাত্র স্লুইস গেটটি স্থানান্তর করতে হবে-এমন নির্দেশনা এসেছে।
এই স্লুইস গেটটি নতুন করে যে স্থানে স্থাপন করা হবে সেখানে বসত করেন বেশ কিছু পরিবার। স্থানীয়দের অভিযোগ নতুন স্থানে স্লুইস গেট হলে হারাতে হবে বেশ কিছু পরিবারের বসত ভিটা।
চাঁদনিমূখা গ্রামের আব্দুল মাজেদ হাওলাদার বলেন, আমার একমাত্র বসবাস করার জন্য এই ভিটা ছাড়া আর কিছু নেই। তবে এই গেটটি বতর্মানে যেখানে আছে সেই স্থান থেকে সরিয়ে আমারসহ বেশকিছু বাড়ির উপর দিয়ে করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমাদের দাবী-আমরা যাতে পরিবার নিয়ে একটু বসবাস করতে পারি সে সুযোগটুকু করে দেয় কর্তৃপক্ষ।
৭০ বছর বয়সী এক নারী বলেন, আমরা সারাজীবন এ ভিটাতে বাস করে আসছি। তবে এখন নতুন করে কলগেট হবে শুনতে পাচ্ছি, তাহলে আমরা যাবো কোথায়।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডে সহকারি প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, যে স্থানে স্লুইস গেট বতর্মানে আছে এই স্থানে পরবর্তী সময়ে বেড়িবাঁধ করলে এই স্থানে আর এই গেট রাখা সম্ভব হচ্ছে না। সে কারণেই অন্যথায় সরিয়ে নিতে হচ্ছে চাঁদনিমূখা স্লুইস গেটটি।
গাবুরা ইউনিয় পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম বলেন, আমার ইউনিয়নে শুরু হয়েছে মেগা প্রকল্পের কাজ। এই প্রকল্পের মধ্যে কয়েকটি স্লুইস গেট স্থানান্তর করা হবে। তবে এই গেটগুলো স্থানান্তর করা হলে বেশকিছু পরিবারকে হারাতে হবে বসতভিটা।
৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৩ ঘন্টা ১২ মিনিট আগে
১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে