স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে মন্ত্রণালয়ের আর্থিক অনিয়মের চিত্র আদমদীঘিতে নাগর নদীর তলদেশ থেকে উত্তোলন করা বিপুল বালু জব্দ শ্রীপুরের জি.কে আইডিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের পরিচিতি অনুষ্ঠান আদমদীঘিতে প্রধান শিক্ষককে মারপিটের বিচার দাবীতে মানববন্ধন সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১জন ঈশ্বরগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত অবশেষে সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু ঢাকায় শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়েব হাসান বাবু ফিফা’র আমন্ত্রণে যাচ্ছেন বাগদাদ বিচারপতি মাহমুদুল হক সাতক্ষীরায় ন্যায়কুঞ্জ উদ্বোধন করলেন গলাচিপা ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহরের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত সদর উপজেলায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সুন্দরবনে বিপন্ন প্রজাতির কচ্ছপ বাটাগুর বাসকার ডিম ফুটে জন্মাল ৬৫ বাচ্চা গোয়ালন্দে নতুন ভবনে সোনালী ব্যাংক উপজেলা শাখার কার্যক্রমের উদ্বোধন বাঘায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় এক গৃহবধূর মৃত্যু বাঘায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা।

নারীকে শ্লীলতাহানী ও ঘর জ্বালিয়ে দিয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারীকে শ্লীলতাহানী ও ঘর জ্বালিয়ে দিয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 


সাতক্ষীরা শ্যামনগরের নওয়াবেকীতে নারীর গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে লাঞ্চিতের ঘটনার মামলায় আসামীরা জামিনে মুক্তি পেয়ে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রওশনারা বেগম নামে এক নারী। শনিবার ২১শে অক্টোবর সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে রওশনারা বেগম বলেন, তুচ্ছ ঘঠনায় গত ২১শে সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে আমার ছেলে সাইফুল ইসলাম (২৩) কে নওয়াবেকী বাজারের মাছের কাটায় পূর্ব বিড়ালক্ষী গ্রামের হামিজুদ্দীন সরদারের পুত্র রবিউল সরদার, আতিয়ার রহমানের পুত্র মনিরুজ্জামান সানা তবিল উদ্দীন সরদারের পুত্র আমিনুর সরদার, কামরুল সরদার, সোহিল উদ্দীন সরদারের পুত্র মোশারফ সরদার, হামিজ উদ্দীন সরদারের পুত্র রুবেল সরদার, মৃত তমিজ উদ্দীন সরদারের পুত্র ইব্রাহীম, হান্নান সরদার এবং সোহিল উদ্দীন সরদারের পুত্র ইমরান হোসেন আটকে রেখে মারপিট করতে থাকে। বিষয়টি শুনে আমি আমার সন্তানকে রক্ষার জন্য গেলে উল্লেখিত ব্যক্তিরা আমাকেও মারপিট করে আমার পরনের শাড়ী কাপড় ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায়। 

 


এখানেই শেষ নয় আমাকে মারপিট করে জুতার মালা পরিয়ে প্রকাশ্যে বাজার ঘুরিয়ে তার মোবাইলে ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে আমাকেসহ আমার পরিবারকে চরমভাবে হেয় প্রতিপন্ন করে। পরবর্তীতে স্থানীয়রা আমাকে এবং আমার পুত্রকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 


এঘটনায় আমি বাদী হয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করলেও মামলা হয়নি। পরবর্তীতে সাতক্ষীরার পুলিশ সুপার এর কাছে আসলে তিনি মামলা নিতে নির্দেশ দেন। মামলা রেকর্ড হলেও এখনো পর্যন্ত আসামী আটক হয়নি। তারা আদালত থেকে জামিন নিয়ে আমাকেসহ আমার পরিবারের সদস্যদের খুন জখমসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে যাচ্ছে। তাদের ভয়ে আমরা বাড়ি ছাড়া হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। 


বিশেষ করে আমার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে আমি চিন্তিত হয়ে পড়েছি। আর পুত্র সন্তানকে হত্যার হুমকি তো প্রায়ই দিচ্ছে। গত ১৮ই অক্টোবর ২০২৩ ইং তারিখ রাত ৩টার দিকে উল্লেখিত ব্যক্তিরা আমার বসতবাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এঘটনায় আমাদের কেউ আহত না হলেও প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 


এসব জঘন্য অপরাধের শাস্তির হাত থেকে রক্ষা পেতে স্থানীয় কতিপয় ব্যক্তির সহযোগিতায় অনিবন্ধিত অনলাইনে মিথ্যা সংবাদ প্রকাশসহ নানা মিথ্যাচার ছড়ানোর পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করে যাচ্ছে। তিনি বলেন, আমি একজন মধ্য বয়সী নারী। আমাকে প্রকাশ্যে জুতার মালা পরিয়ে বাজার ঘোরানোরমত জঘন্য অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে ঐ অপরাধীরা। আর আমি একজন অসহায় নারী সন্তানদের নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমি এই অপমান সইতে পারছি না। তিনি উল্লেখিতের আসামিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Tag
আরও খবর