ঝালকাঠির রাজাপুরে রাবিনা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে ৷ পরে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মরদেহটি উদ্ধার করে। রাবিনা ওই গ্রামের মনজু খানের মেয়ে ও শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত রাবিনা আক্তারের মা সাবানা বেগম রাবিনাকে তাদের দ্বিতল কাঠের ঘরের মাচা থেকে লাকরী আনতে বলে সে ঘরের বাহিরে যায়৷ কিছুক্ষণ পরে সাবানা বেগম ঘরে এসে রাবিনাকে ডাক দিলে কোন সারা না পেয়ে নিহতের মা সাবানা ঘরের মাচায় উঠে রাবিনাকে মাডামের সাথে ঝুলন্ত দেখে ডাক চিৎকার দেয়৷ এ সময় নিহতের মা সহ স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাবিনাকে মৃত ঘোষণা করে ৷
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ৷ মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
৪০২ দিন ২১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪০৭ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪১৩ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪১৩ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪৬৭ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪৭১ দিন ৫২ মিনিট আগে
৪৭৮ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
৪৯৭ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে