রংপুরের পীরগাছা সরকারি কলেজের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে কলেজ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. আব্দুল মোত্তালেব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ এসএম আশাদুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন বালারহাট কলেজের প্রভাষক মাওলানা শাহজাহান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু, প্রভাষক এজাজুল ইসলাম এজাজ, আমিনুল ইসলাম স্বপন, মনজুরুল আলম বিপু, আতাউর রহমান প্রমুখ।
এর আগে মহানবি (সা.) এর জীবন ও কর্মের উপর কুইজ প্রতিযোগিতায় ১০জনকে নির্বাচিত করা হয়। পরে তাদেরকে ইসলামিক বই ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, মানবজাতির শিরোমণি মহানবি হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর দিন ৫৭০ খ্রিষ্টাব্দের ১২ রবিউল আউয়াল। তিনি মা আমিনার কোলে জন্ম নেন। ৬৩২ খ্রিষ্টাব্দের এদিনে ৬৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। বিশ্বের মুসলমানরা দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবি বা সিরাতুন্নবি (সা.) হিসাবে পালন করে থাকেন।
১ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে