ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :২৬/০৪/২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুড়িগ্রাম জেলা পুলিশের এএসআই সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় এ গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারীর মরদেহকে জাতীয় পতাকায় আচ্ছাদিত করে সশস্ত্র সালাম প্রদান ও এক মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়।
রাষ্ট্রীয় সন্মান প্রদানের সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মরহুমের পাড়া-প্রতিবেশি, আত্নীয়স্বজন, বন্ধু-বান্ধব শুভাকাঙ্ক্ষী সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতশত মানুষের অংশগ্রহণে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারীর জানাযা সম্পন্ন হয়। পরে দুপুর ১২ টায় তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব-ফুলমতি (বালারহাট) এলাকার মৃত বাছের উদ্দিন ব্যাপারীর তৃতীয় পুত্র । তিনি সহজ সরল মিশুক স্বভাবের একজন সাদা মনের মানুষ ছিলেন। বাধ্যর্কজনিত কারনে সোমবার বিকাল ৩ টা ২০ মিনিটে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬ বছর। তিনি ৩ ছেলে, ৭ মেয়ে ও নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।