ভারত-পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা জয়পুরহাটে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান ভারতের মুসলমানদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানালো - (IHRC) রাকিবুল ইসলাম শেরপুরের ঝিনাইগাতীতে দিনব্যাপী কৃষক ও উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত শাজাহানপুর ভোক্তা-অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা !!! জবিতে ক্যাম্পাস সাংবাদিকদের উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফুলবাড়ীতে সরকারীভাবে ধান- চাল সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন আবারও নোয়াখালীতে ৬ বছর শিশুকে ধর্ষণের অভিযোগ নিজ ঘরে নামাজ পড়তে উঠে ছুরিকাঘাতে নারী খুন চোরের ছুরিকাঘাতে চাটখিলে বৃদ্ধার মৃত্যু ধর্ষন মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার পাকিস্তানের পাশে দাঁড়াল শক্তিশালী এক মুসলিম দেশ রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ ও দুস্থ্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান সুন্দরবনে হরিণ মারার ফাঁসদড়ি ও দুটি নৌকা উদ্ধার শান্তিগঞ্জে পিক-আপের ধাক্কায় শিশু নিহত,গুরুতর আহত-১ শেরপুরের ঝিনাইগাতীতে ফরমালিনযুক্ত আমের দোকানে অভিযান, ফরমালিনযুক্ত আম ধ্বংসসহ ২টি দোকানে জরিমানা ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মসজিদ কমিটির মোতায়াল্লি, সভাপতি, মুয়াজ্জিন ও ক্যাশিয়ার একই ব্যক্তি !! পীরগাছায় পাঁচদিন ধরে জামে মসজিদে তালা কুমিল্লা ও ফরিদপুর বিভাগ চায় এনসিপি

মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় জামায়াত ডাঃ শফিকুর রহমান



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধি:

দীর্ঘ ১৫ বছর পর জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা পর্যায়ের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে এই সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ শফিকুর রহমান।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শফিকুর রহমান বলেন, দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। ভোটাধিকার নিশ্চিত না হলে জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ন হবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, মানবিক বাংলাদেশ গড়তে হলে সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব মুক্ত সমাজ গঠনের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষের প্রয়োজন। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে লুটপাটকারী ও দুর্নীতিবাজদের ক্ষমতায় আসার পথ রুদ্ধ করতে হবে। যারা দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে, তাদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল টিমের পরিচালক মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান বলেন, "বর্তমান সরকার দেশের সম্পদ লুটপাট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের বিচার বাংলার মাটিতেই হতে হবে। সরকারের উচ্চপর্যায়ের নেতারা দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, বর্তমান ভোটার তালিকায় প্রায় দুই কোটি ভুয়া ভোটার রয়েছে, যা অবিলম্বে সংশোধন করতে হবে। নতুন ভোটার তালিকা সঠিকভাবে হালনাগাদ না হলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না।


জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হকসহ জেলা-উপজেলা পর্যায়ে জামায়াত ও শিবির নেতারা বক্তব্য দেন।

সম্মেলনে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধ থাকবে। দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ গঠনে জামায়াতের বিকল্প নেই। জামায়াত ইসলামী সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

সমগ্র সম্মেলনটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া। দিনব্যাপী এই কর্মী সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং জামায়াতের আদর্শিক ও সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন

Tag
আরও খবর

পরিক্ষার্থী ও অভিবাবকদের পাশে ছাত্রদল

১৫ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে