নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে বটতলী বাজারে নিত্যদিন কাঁচা বাজার পাচ্ছেন
প্রতিদিন কাঁচাবাজার পাচ্ছেন বটতলী বাজারে নাহিদ ষ্টোর এর দোকানে এখানে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার, পুইশাক, পটল,কচু,মিষ্টি কুমড়া, লাউ, করলা, আলু, বেগুন,কাচা কলা, লেবু, কাঁচাঝাল, বিভিন্ন ধরনের সবজি সুলভ মুল্যে পাচ্ছেন এবং মুদি সামগ্রী ইত্যাদি।
কাঁচা সবজি ক্রেতা একজন কৃষক নাম বলতে অনইচ্ছুক দেনিক দেশচিত্র পত্রিকা কে বলেন আমি একজন কৃষক আমার বাসা স্যামপুর সাপ্তাহিক একটি বড় হাট বটতলী এই দিনে আমি যা বাজার করি পুরো এক সপ্তাহ চলেনা। আর কৃষক হওয়ায় সারাদিন মাঠে কাজ করে ক্লান্ত হয়ে পড়ি দুরের কোন বাজারে যেতে পারিনা। তাই আমি সব কিছু আমাদের বটতলী বাজারে পেয়ে অনেক আনন্দিত। আমরা প্রতিদিন টাটকা সবজি খেতে পারবো।
১৯ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৪ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬২ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৮ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭২ দিন ১২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭৩ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৯০ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে